গেম-এর নিয়ম
১. কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে একজন বিকাশ গ্রাহককে তার অ্যাক্টিভ বিকাশ একাউন্ট নাম্বার দিতে হবে।
২. বিকাশ গ্রাহকরা ১৪ সেপ্টেম্বর, ২০২০ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২০ (ক্যাম্পেইন সময়কাল)-এর মধ্যে যতবার খুশি কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ৫০০ টাকা (পুরস্কার) জেতার সুযোগ পাবেন।
৩. কয়েকটি প্রশ্নের দ্রুততম সঠিক উত্তর প্রদানের ভিত্তিতে ক্যাম্পেইনের প্রতিদিন ৫০০ জন বিজয়ী নির্ধারিত হবে। অর্থাৎ যেই বিকাশ গ্রাহক স্বল্পতম সময়ের মধ্যে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তার বিজয়ী হবার সুযোগ বেশি।
৪. বিজয়ী হিসাবে নির্বাচিত হওয়ার জন্য বিকাশ গ্রাহককে অবশ্যই তার প্রতিযোগীতায় অংশগ্রহণের দিন বা সেপ্টেম্বর, ২০২০ এর মধ্যে পূর্ববর্তী যেকোনো দিন তার বিকাশ একাউন্ট থেকে নিচের যেকোনো একটি লেনদেন করতে হবে:
+ বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ
+ বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট
+ বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট
+ বিকাশ অ্যাপের মাধ্যমে পে বিল
+ বিকাশ অ্যাপ দিয়ে কার্ড টু বিকাশ (অ্যাড মানি) এবং
+ বিকাশ অ্যাপের মাধ্যমে ট্রান্সফার মানি
৫. ক্যাম্পেইন চলাকালীন একজন বিকাশ গ্রাহক কেবল এক বারের জন্য পুরষ্কার জিতে নিতে পারবেন।
৬. পুরস্কার পাবার জন্য যোগ্য হতে একজন গ্রাহকের বিকাশ একাউন্ট সম্পূর্ণ সক্রিয় অবস্থায় থাকতে হবে এবং নতুন বিকাশ গ্রাহকদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে শেষ করতে হবে।
৭. প্রতিদিনের ক্যাম্পেইনের বিজয়ীদের নাম পরের দিন কুইজ প্লাটফর্মের বিজয়ীদের তালিকায় ঘোষণা করা হবে এবং তা তালিকাটি দুপুর ১টা থেকে প্রদর্শিত থাকবে। তাই এই প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে যদি বিকাশ গ্রাহকগণ বিজয়ী হিসেবে নির্বাচিত হয় তবে তারা বিকাশকে বিজয়ী তালিকায় তাদের নাম প্রকাশের অনুমতি দিচ্ছে।
৮. বিজয়ী ঘোষণার দিন থেকে পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে বিজয়ীদের বিকাশ একাউন্টে বিকাশ ই-মানি আকারে পুরস্কারের টাকা পৌছে যাবে।
৯. কোনো ব্যক্তি যেকোনো সন্দেহজনক কাজ বা সুবিধা পাওয়ার জন্য নিয়ম বহির্ভূত পন্থা অবলম্বন করলে, তা পর্যবেক্ষণ করা হবে এবং ক্যাম্পেইন থেকে অযোগ্য বলে বিবেচিত হবে।
১০. বিকাশ কর্মীরা এই ক্যাম্পেইনের অংশগ্রহণ করে বিজয়ী হয়ে উপহার গ্রহণ করতে পারবে না ।
১১. বিকাশ কোনো পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো সময় গেম-এর যেকোনো শর্ত সংশোধন বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
১৩. এই গেমটি খেলার মাধ্যমে বিকাশ গ্রাহকরা নিশ্চিত যে তারা গেম-এর বর্ণিত নিয়ম ও শর্তাবলী পড়ে এবং বুঝে তাতে সম্মতি দিয়েছেন।