আসসালামু আলাইকুম
পোষ্টটি প্রথম প্রকাশিত হয়েছে Banglaruse.xyz সাইটে।
কেমন আছেন সবাই। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। তো আজকে আমরা আলোচনা করব এবং শিখব, কিভাবে আপনি আপনার Mi Band 4 এ নিজের ছবি, যে কোন Theme এ কি ভাবে ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করা যাক।
আপনি নিজের ছবি বসানোর জন্য, প্রথমেই আপনার নিচের দুটি অ্যাপস ডাউনলোড করতে হবে। নিম্নে দুটি অ্যাপস এর ডাউনলোড লিংক দেওয়া হলঃ
আশা করছি ডাউনলোড করে ফেলেছেন। এবার আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি কিভাবে থিমটি বানাবেন এবং স্ক্রিনশট এর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ভাবে বোঝানোর চেষ্টা করব। আশাকরি সকলে বুঝতে পারবেন।
প্রথমে আপনার ব্যান্ডের Theme Maker অ্যাপ টি ওপেন করতে হবে। এরপর আপনি ওপেন করে আপনার ফটো সিলেক্ট করবেন এবং থিমের নাম দিবেন এবং থিম এর আরেক নাম দেবেন। তারপর আপনি থিমটি ডাউনলোড করে ফেলবেন লিংক থাকে। এরপর Mi band 3rd party অ্যাপটি ওপেন করুন এবং বাম সাইটে ৩টি ডটে ক্লীক করে Own Theme Installed এ ক্লীক করুন। এবার ডাউনলোড করা ফাইট সিলেক্ট করুন। কভার পিক দিন। আপলোড বাটনে ক্লীক করুন। এবার সরাসরি Mi Fit অ্যাপ এ চলে জাবে ওখান থেকে Manager এ গিয়ে নিজের থিমটি সিলেক্ট করে স্কেন করে ফেলুন। শেষ আপনার কাজ।
স্ক্রীনসট এর মাধ্যমে দেখুন, কি ভাবে কাজগুলো করবেন। আশা করি এতে আর কোন বুঝতে পবলেম হবে না ধন্যবাদ।
শেষ কথাঃ
আশা করছি সকলের কাছে পোষ্টটি ভাল লেগেছে। আমাদের Banglaruse
সাইটকে ফলো করুন এবং শেয়ার করুন সবার সাথে। কোন বানান ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন এবং সবাইকে ট্রিকটি সম্পর্কে জানতে পারে ধন্যবাদ।