আজকের এই Tutorial এ আমি মূলত MEGA Drive এর একটি Secret Trick Share করবো (আপনি যদি এটি সম্পর্কে আগে থেকেই অবগত থাকেন তাহলে এই Post টি আপনার জন্য না Skip করুন)
তবে অনেকেই আছেন MEGA Drive সম্পর্কে জানেন না আবার অনেকে এমন আছেন যারা Drive বলতে শুধু Google Drive কেই বুঝেন।
প্রিথবিতে এমন অনেক Site আছে যেখানে আপনি আপনার Files রাখতে পারবেন তার মধ্যে প্রাই সকলের পরিচিত Drive এর নাম Google Drive, Mega Drive ও ঠিক এই রকমের একটি Site।
কিন্তু অনেক কারণে Google Drive এর থেকে MEGA Drive কেই আমার ভালো লাগে এর সব থেকে বড় কারণ হচ্ছে মাত্র ১ মিনিটের মধ্যে অন্য একজনের File (অবশ্যই MEGA Drive এ Upload করা হতে হবে) আপনি নিজের MEGA Drive এ নিয়ে আসতে পারবেন, জি হ্যাঁ একদম ঠিক মাত্র ১ মিনিটের মধ্যেই আপনি অন্য একজনের File নিজের MEGA Drive এ নিয়ে আসতে পারবেন বা Save করে রাখতে পারবেন File যত বড়ই হোক কোন সমস্যা নাই।
(কেও এবার এটা ভাব্বেন না যে কোন Internet ছাড়াই বড় বড় File Download করতে পারবেন Just নিজের Drive এ নিয়ে আসতে পারবেন)
এখনও বুঝেন নাই আচ্ছা তাহলে মনে করুন আপনার কাছে একটা বড় File এর Download Link আছে এখন আপনি সেটা অন্যদের সাথে Share করবেন তো আপনি চান যে সেটা আপনার Drive থেকে Share করতে কারণ আপনি অন্য কারো Drive Link Share করলে এখন সে যদি সেটা Remove করে দেই তাহলে তো বিপদ এখন এর জন্য আপনাকে আগে File টি Download করতে হবে তারপরে নিজের Drive এ Upload করতে হবে আমি ঠিক এটাই বলছি যে এই Download Upload এর ঝামেলা ছাড়াই কিভাবে Direct অন্য একজনের Drive থেকে যেকোনো File নিজের Drive এ নিয়ে আসবেন বা Upload করবেন বা Save করে রাখবেন।
এখনও বুঝেননি লিখেতে লিখতে আমার জীবন শেষ ভাই আচ্ছা আরেকটা উদাহারন শুনুন আপনি একটা Link পেয়েছেন অনেক Important File এর, এখন আপনার Device এ File Download করার মতো MB নাই আপনি চান সেটা এখন Save করে রেখে দিতে এবং পরে Download করতে কিন্তু ভই হচ্ছে যদি File Owner Link Off করে দেই বা File Remove করে নেই তাহলে? এই সময়ে আপনি এই Trick এর মাধ্যমে File টি সম্পূর্ণ নিজের Drive এ নিয়ে রেখে দিন আপনি যখন ইচ্ছা Download করতে পারবেন।
তো চলুন শুরু করিঃ
এই পোস্ট সহ যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতেঃ
Facebook এ আমি: https://www.facebook.com/Official.Sobhan762426
Free তে Premium Accounts/ Lisence Keys পেতে ঘুরে আসতে পারেন আমার Facebook Page থেকে।
Post টি ভালো লাগলে একবার ঘুরে আসতে পারেন আমার Site TrickWebBD থেকে হইত আপনার কাজের আরও অনেক কিছু পেতে পারেন।