আসসালামু আলাইকুম ।
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।
বিষয়ঃ গার্মেন্টসের কাজ শিখুন polo shirt পার্ট ৷
পোলো শার্ট (ইংরেজি: Polo shirt) হল এক ধরনের কলারবিশিষ্ট জামা| এর প্ল্যাকেটে শার্টের ধরন অনুযায়ী দুই থেকে তিনটি বোতাম থাকে| এছাড়াও অনেকসময় সাথে একটি ঐচ্ছিক পকেট থাকে| এটি টেনিস শার্ট এবং গলফ শার্ট নামেও পরিচিত| এটি সাধারণত নিট কাপড় দ্বারা তৈরি হয় এবং কাপড়ের উপাদান হিসেবে তুলা বা কৃত্রিম লিলেনের ফাইবার প্রাধান্য পায়|
ইংরেজী ডিকশনারি polo shirt এর সংজ্ঞা:
পোলো শার্টের সংজ্ঞাটি ডিকশনারি
একটি কলার এবং বোতামে তিনটি বোতাম খোলার সঙ্গে একটি বোনা তুলো শর্টেড শার্ট।
একটি কলার এবং বোতামে তিনটি বোতাম খোলার সঙ্গে একটি বোনা তুলো শর্টেড শার্ট।
Polo sirt part Name:
- Collar
- Placket
- Button
- Neck Tape
- Yoke
- Sleeve
- Cuff
- Body
- Bottom hem
- Armhole
- Shoulder
- Arm hole
- side seam
- collar point
- Neck
- Fornt part
- Back part
- Chest
এছাড়াও
-
- প্রিন্ট,
- এমব্রয়ডারি,
- পমপম,
- ও লোগো ৷
- In side
- Top side
ইত্যাদি পার্ট রয়েছে ৷
তো আজকে এই পর্যন্তই । দেখা হবে হবে পরের পোষ্টে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন ।
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com