Site icon Trickbd.com

[গার্মেন্টস ep-14] ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (BRA)

আমি এমন একটি টপিক নিয়ে হাজির হয়েছি ৷ 

যেটা দেখার পর অনেকে হয়তো বা মনে করতে পারেন এটা আবার কি পোস্ট ? আসলে বাংলাদেশ অনেক ধরনের গ্রার্মেন্টস প্রোডাক্ট তৈরি হয়, তাদের ভেতরে ব্রাও একটা প্রোডাক্ট লজ্জা পাওয়ার কোন কারণ নেই, শেখার কোন শেষ নেই ৷ 

বিষয়ঃ ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (BRA)

 

প্রশ্নঃ ব্রা কত প্রকার ও কি কি

উত্তরঃ- ব্রা সাধারনত তিন প্রকার। যথা- 

 

  1. নরমাল ব্রা,
  2. মিনিমাইজার ব্রা ও
  3.  পুস-কাপ ব্রা।

 

একটা ব্রা-তে আবার অনেক গুলো অংশ আছে। 

নিচে থেকে পিকটা জুম করে দেখুন:-) ?

  1. যেমনঃ- Back Part,
  2. Center,
  3. Cup,
  4. Total Botom,
  5. Back Bottom,
  6. Center Bottom,
  7. Center Top,
  8. Center Height,
  9. Top Back,
  10. Armhole,
  11. Bow,
  12. Shoulder Strap,
  13. Ring & Slider,
  14. Hook & Eye,
  15. Neck Line,
  16. Wire Channel,
  17. Strap position, 
  18. etc.

তো বন্ধুরা আজ আমরা শিখলাম ব্রা কত প্রকার ও কি কি ব্রা নিয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
 কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

আবার দেখা হবে পরের পোস্টে এ পর্যন্ত ট্রিকবিডি সঙ্গেই থাকুন ৷