- নতুন চাকরির জন্য আপনাকে প্রচুর পরিমানে সাধারন ঙান জানা থাকতে হবে ৷ সচরাচর যে প্রশ্ন গুলা বেশির ভাগ গার্মেন্টসে ধরে যে তা তুলে ধরা হলোঃ
- বাংলাদেশ স্বাধিনাতাকে ১ম কোন মুসলিম দেশ স্কৃিতি দেয় ? উওরঃ ইরাক ৷
- বাংলাদেশে কত তারিখে স্বাধিনতা দিবস পালন করা হয়? উওরঃ ২৬সে মার্চ ৷
- রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো ! কার উক্তি? উওরঃ শেখ মুজিবুর রহমান ৷
- কত তারিখে শ্রমিক দিবস পালন করা হয়? উওরঃ ১লা মে ৷
- এই রকম আরো অনেক প্রশ্ন জানতে হবে আপনাকে ৷
- অনেক ফুলমিনিং জানতে হবে:
- JSCJunior School Certificate
- SSCSecondary School Certificate
- HSCHigher Secondary Certificate
- GPAgrade point average
~ এগুলার ভিতরে (লিখিত ও মৌখিক) প্রশ্ন থাকবে ৷
- 1-30 প্রযুন্ত ইংরেজী লেখা জানতে হবে:
- 1 =one
- 5=Five
- 9=Nine
- 15=Fifteen
- 20= Twenty
- 26=twentysix
- 30=Thirty
1-30 এর ভিতরেই প্রশ্ন থাকবে (আপনাকে লিখিত পরিক্ষা দিতে হবে) ৷
- স্মার্ট থাকতে হবে: ↬ চাক-চিক্য নতুন অথবা ভালো পোশাক পড়তে হবে ৷ চুল ছোট হলে চাকরির জন্য বোনাস পয়েন্ট ৷
- টি-সার্ট পরা যাবে না: ↳ সার্ট অথবা পলো সার্ট পড়তে হবে ৷ সার্টের বাটন যেন খোলা না থাকে বুক প্রযুন্ত সে দিকে খেয়াল রাখতে হবে ৷
- ইংরেজি মোটামুটি জানতে হবে.
- কথা স্পষ্ট বলতে হবে .
- যা যা প্রশ্ন করবে তার উত্তর দিতে হবে .
নতুন চাকরির জন্য ইন্টারভিউ (মৌখিক): ফুলমিনিং:?
-
- JSCJunior School Certificate
- SSCSecondary School Certificate
- HSCHigher Secondary Certificate
- GPAgrade point average
সাধারন প্রশ্ন: ?
Q)কি পাস করেছ?
A. SSC/HSC (যেটা পাশ করেছেন সেটা বলবেন)
Q) কত পয়েন্ট পেয়েছিলে?
A. GPA:4.09 (আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা বলবেন) ৷
Q).GPA এর ফুল মিনিং কি?
A. GPA এর ফুল মিনিং কি সেটা বলবেন Q) Ssc ফুল মিনিং বলুন?
A. Ssc এর ফুল মিনিং কি সেটা বলবেন ৷
Q) কোন বিভাগ থেকে পাশ করেছ ?
A. যে বিভাগ থেকে পাশ করছেন সেটা বলবেন ৷
Q) কত সালে SSC\HSC পাশ করেছ?
A. আপনি যে সালে পাশ করেছেন সে সাল বলবেন ৷
Q) আপনার নাম কি?
A. আপনার নাম কি সেটা বলবেন ৷
Q) আপনার বাবা/মার নাম কি?
A. আপনার বাবা/মার নাম কি বলবেন ৷
Q) আপনার ঠিকানা কোথায় / আপনার দেশের বারি কই?
A. আপনার ঠিকানা কোথায় / আপনার দেশের বারি কই সেটা বলবেন ৷
Q). আপনার SSC/HSC বিষয় গুলার নাম কি?
A. আপনার SSC / HSC বিষয় গুলার নাম কি ছিল তা বলেদিবেন ৷
Q) এই কাগজে কি লেখা পড়?
A. আপনাকে কোন একটা পেপার দিবে দেখে ইংরেজী দ্রত পড়তে হবে ৷
মনে রাখুনঃ আপনার Certificate ও জন্ম নিবন্ধনে যে তথ্য গুলা আছে সেগুলাই বলতে হবে ৷ উল্টাপাল্টা হলেই চাকরি হবে না ৷ নোটঃ উপরের প্রশ্ন নতুন পুরাতন উভয়ের মধ্যে থাকবে ৷ ?পুরতন লোকদের জন্য( লিখিত/মৌখিক পরিক্ষা):
- SPI বলতে কি বুঝ?? কত CM এ ১ ইঞ্চি???
উওর : stitch per inch অর্থাৎ প্রতি ইঞ্চিতে কি পরিমান সেলাই বা stitch আছে। ২.৫৪ সি এম =এক ইঞ্চি।
- গার্মেন্টস এবং এ্যাপারেল শব্দের অর্থ কি???
উওর: Garments শব্দের অর্থ পোষাক আর Apparel শব্দের অর্থ ফ্যাশান ।
- Quality শব্দের অর্থ কি?
উত্তর: গুনগতমান ৷
- ALTER কত প্রকার ও কি কি?
উওর: তিন প্রকার যথা:
-
- ক্রিটিক্যাল অল্টার,
- মেজর অল্টার এবং
- মাইনর অল্টার ৷
- ৫ টি ক্রিটিক্যাল অল্টারের নাম বল?
উওর: ১) রক্তের দাগ, ২) লেবেল মিসিং/মিস্টেক, ৩) বার কোড মিস্টেক, ৪) ধারালো অস্ত্র এবং ৫) প্রসেস মিসিং/মিস্টেক ইত্যাদি ৷
- ৫ টি মেজর অল্টারের নাম বল?
উত্তর: ১- ওপেন সিয়েম, ২- প্লিট, ৩- ব্রোকেন, ৪- আন ইভেন শিয়ারিং ৫- রয়েজ আরো কিছু তুলে ধরলাম,(আন ইভেন সেপ,আন ইভেন লব, আন ইভেন স্টিচ,আন ইভেন জয়েন স্টিচ, সেড, ডাউন স্টিচ, স্কিপ স্টিচ ) ইত্যাদি ৷
- কয়েকটি মাইনর অল্টারের নাম বল?
উত্তর: ১— আনকাট থ্রেড ২— ফ্লাইং থ্রেড ৩— আপ-ডাউন ৪— লুজ থ্রেড ৷
- কিছু বডির পার্টের নাম বলতে বলবে সেগুলার ঠিকঠাক উওর দিতে হবে ৷
যেমনঃ
- নিজের সম্পর্কে কিছু বলুন?
- আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?
- আগে কোন ফ্যাক্টরিতে কাজ করেছেন?কতদিন কাজ করেছেন? আগের অফিসের ID Card আছে? (যেহেতু আমরা ট্রিকবিডি থেকে সাজেশন নিয়ে ইন্টারভিউ দিবো তাই বলবেন যে কোন একটা গার্মেন্টসের নাম, এক/দুই বছরের অভিজ্ঞতা, ID card নাই রিজাইন দিয়েছেন ৷ )
- আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে? (থাকলে বলবেন আছে , রেফার হলে সহজেই চাকরি পেয়ে যাবেন)
- আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে?(যত দিন রিজিক আছে তত দিন)
ফুলমিনিং:?
- JSC means-Junior School Certificate
- SSC means-Secondary School Certificate
- HSC means-Higher Secondary Certificate
- GPA means-grade point average
- GPQ means-Guide line for Production & Quality.
- RQS means- Requirement for Quality System.
- NQC means- Nominated Quality Control.
- SPI= Stitch Per Inch
- SPCM= Stitch Per Centee Meter.
- IPE In lire process inspection.
- SIP= Standard inspection Procedure.
- QiMS= Quality Management System.
- BGMEA= Bangladesh Garments Manufacturer Exporter Association.
- ESTI= Bangladesh standard Testing institution.
- BOM Sheet: Bil! Of Material.
- MO Sheet: Material Order Sheet.
- DO Sheet= Delivery Order Sheet.
?সাধারন প্রশ্ন: ❓?
Q)কি পাস করেছ?
A. SSC/HSC (যেটা পাশ করেছেন সেটা বলবেন)
Q) কত পয়েন্ট পেয়েছিলে?
A. GPA:4.09 (আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা বলবেন) ৷
Q).GPA এর ফুল মিনিং কি?
A. GPA এর ফুল মিনিং কি সেটা বলবেন Q) Ssc ফুল মিনিং বলুন?
A. Ssc এর ফুল মিনিং কি সেটা বলবেন ৷
Q) কোন বিভাগ থেকে পাশ করেছ ?
A. যে বিভাগ থেকে পাশ করছেন সেটা বলবেন ৷
Q) কত সালে SSC\HSC পাশ করেছ?
A. আপনি যে সালে পাশ করেছেন সে সাল বলবেন ৷
Q) আপনার নাম কি?
A. আপনার নাম কি সেটা বলবেন ৷
Q) আপনার বাবা/মার নাম কি?
A. আপনার বাবা/মার নাম কি বলবেন ৷
Q) আপনার ঠিকানা কোথায় / আপনার দেশের বারি কই?
A. আপনার ঠিকানা কোথায় / আপনার দেশের বারি কই সেটা বলবেন ৷
Q). আপনার SSC/HSC বিষয় গুলার নাম কি?
A. আপনার SSC / HSC বিষয় গুলার নাম কি ছিল তা বলেদিবেন ৷
Q) এই কাগজে কি লেখা পড়?
A. আপনাকে কোন একটা পেপার দিবে দেখে ইংরেজী দ্রত পড়তে হবে ৷
মনে রাখুনঃ আপনার Certificate ও জন্ম নিবন্ধনে যে তথ্য গুলা আছে সেগুলাই বলতে হবে ৷ উল্টাপাল্টা হলেই চাকরি হবে না ৷ নোটঃ পুরাতন লোকদের ইন্টারভিউ ভালো দিলে বেতন ভালো হয় ৷ আর চাকরির অভিজ্ঞতা ৩/৪/৫ বছর বললে ভালো আর ভালো বেতন ধরে ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com ধন্যবাদ