Site icon Trickbd.com

ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি কিনবেন,কোনটা আপনার জন্য বিস্তারিত দেখে নিন।

Unnamed

কেমন আসেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন।

আজকে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব।

টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন, আজকে আপনাদের মাঝে কোন বিষয় টা নিয়ে আলোচনা করব।
বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে আমাদের ল্যাপটপ /ডেক্সটপ এর গুরুত্ব অপরসীম।প্রায় কাজেই আমাদের দরকার হয়।

আমরা অনেক সময় কনফিউজড এ পড়ে যাই,
যে আমরা কোনটা কিনব।
ল্যাপটপ নাকি ডেক্সটপ ।

ল্যাপটপ

ডেক্সটপ

আজকে আমি আপনাদের এটাই শেয়ার করব
এবং আপনারা ই বুঝে যাবেন আপনার জন্য কোনটি দরকার।

প্রথম আপনার একটা বিষয় ভাবতে হবে আপনি কোন কাজের জন্য ব্যাবহার করবেন।

যদি উচ্চচাপের কাজ করেন তাহলে ডেক্সটপ ই আপনার জন্য আর যদি সাধারন নিম্নমানের কাজ করেন তাহলে আপনার জন্য ল্যাপটপ ই পারফেক্ট ।
এখানে আরেকটি কথা আপনি যে টাকা দিয়ে ল্যাপটপ কিনবেন সে টাকা দিয়ে আপনি ভাল একটা পিসি ও পেতে পারেন।
তাই সব দিক বিবেচনা করবেন।

আপনি যদি ভ্রমন বা এক জায়গা থেকে অন্য জায়গায় বেশি যাতায়াত করেন তাহলে বাজেট বাড়িয়ে ল্যাপটপ নিতে পারেন।

ল্যাপটপ তুলনামূলক ছোট হওয়ায় ডেক্সটপ এর চেয়ে ল্যাপটপ এর দাম অনেক বেশি হয়ে থাকে।
আপনি যে দামে ল্যাপটপ কিনবেন,সেই দামে ল্যাপটপের চেয়ে শক্তিশালী ডেক্সটপ কিনতে পারবেন।

পিসি নস্ট হলে সহজেই মেরামত করতে পারবেন।
কিন্তু ল্যাপটপ নস্ট হলে মেরামত করার জন্য অনেক ব্যয়বহুল ও অনেক কষ্টসাধ্য।
কিন্তু ডেক্সটপ নস্ট হলে সহজেই ঠিক করা যায়।

আপনি ল্যাপটপ কিনতে চাইলে অবসসই বাজেট বাড়িয়ে কিনতে হবে।

বিদ্যুৎ না থাকলে কিন্তু ডেক্সটপ অচল, কিন্তু আপনি বাজেট বাড়িয়ে যদি ল্যাপটপ নিয়ে নিন তাহলে বিদ্যুৎ না থাকলেও কিন্তু অনেক ঘন্টা ব্যাকআপ পাবেন।
তাই ল্যাপটপ নিতে পারেন বাজেট বাড়িয়ে।
কিন্তু আপনার বাজেট কম হলে আপনার জন্য ডেক্সটপ।

যারা বিশেষ করে গেমস খেলেন তাদের জন্য ডেক্সটপ ই পারফেক্ট।
কারন ল্যাপটপ গ্রাফিক্স কার্ডে হাই কোয়ালিটি গেমস খেলতে পারবেন না।
পিসিতে যে ভবে খেলতে পারবেন।
তাই আপনি গেমস খেলার জন্য ডেক্সটপ নিতে পারেন।
ভারি কাজ করার জন্য আপনি ডেক্সটপ বেছে নিতে পারেন।

কোনটা নিবেন ল্যাপটপ নাকি ডেক্সটপ?

আপনি যদি একজায়গায় কাজ করেন ও ভারি কাজ করেন বেশির ভাগ ও গেমস সহ উচ্চমাত্রার কাজ করেন তাহলে আপনার জন্য ডেক্সটপ । ডেক্সটপ কিনতে পারেন।

অন্যদিকে আপনি যদি নিম্নমানের কাজ করেন,
নেট ব্রাউজিং, মাইক্রোসফট ওয়ার্ড /মাইক্রোসফট এক্সেল, কোডিং,ফটোশপ তাহলে আপনি ল্যাপটপ নিতে পারেন।

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ