Site icon Trickbd.com

আপনার IMO তে-ও সেট করে ফেলুন Caller Tune! যেকেউ আপনাকে কল দিলেই সে শুনতে পাবে আপনার সেট করা গান বা বাজনা।

Unnamed

আসসালামু ওয়ালাইকুম।
প্রিয়ো বন্ধুরা,আশাকরি মহান আল্লাহ আপনাদের সকলকে ভালোই রেখেছেন।

আজ আমার এক ছোট ভাই, আমাকে জিজ্ঞেস করছিলো কি ভাবে IMO তে Caller Tune
(কেউ আপনাকে কল করলে সে আপনার সেট করা গান বা বাজনা শুনতে পাবে)
সেট করা যায়?

আমি আগে ভেবেছিলাম এটা সাধারণ বিষয়!

প্রাই সকলেই এ বিষয়টা জানে।
কিন্তু তার প্রশ্নটা শুনে আমার মনে হলো এই একই প্রশ্নটা হয়তো অনেকের মনেতেই আসতে পারে!

আমি ভাবলাম, যদি এটি ট্রিকবিডিতে প্রকাশ করি তা হলে হয়তো আজ না হয় কাল এটি কারো উপকারে আসতে পারে!আর এই ভাবনা থেকেয় পোষ্ট টি লিখতে বসলাম।
(যদি এই বিষয়টি আপনি আগে থেকেই জেনে থাকেন তা হলে পোষ্ট টি আপনার জন্য না!)

তো চলুন দেখে নেওয়া যাক কি ভাবে IMO তে Caller tune সেট করা যায়!

এর জন্য IMO APP এ যেয়ে Settings এ যান।

সেখন থকে Notifications মেনুতে যান।


এখন Call Settings এ যান


এখম Caller Tune মেনুতে যান আর এখানে আপনি যে গান বা বাজনাটি সেট করতে চান সেটি সিলেক্ট করে দিন।



আশা করি বিষয়টি আপনার জন্য সহজই হবে।

কোন সমস্যা বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

ধন্যবাদ।