Site icon Trickbd.com

ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এর সম্পর্কে কিছু অজানা ও অচেনা তথ্য জেনে নিন।

Unnamed

আসসালামুআলাইকুম

ও হিন্দু ভাইদের আদাব।

কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন।
কারন ট্রিকবিডির সাথে থাকলে সব সময় ভাল থাকা যায়।
আজকে আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করব।
মার্ক জুকারবার্গ এর অজানা কিছু তথ্য।
এই তথ্যগুলো হয়তো অনেকে জানে না।

মার্ক জুকারবার্গ

যারা এই তথ্য গুলো জানেন না তারা দেখে নিন মার্ক জুকারবার্গ এর এই তথ্যগুলো।

আমরা যারা ফেসবুক ব্যাবহার করি সবাই জানি যে ফেসবুক এর প্রতিষ্ঠাতা হলো মার্ক জুকারবার্গ।
তিনি এমনি এমনি ফেসবুক তৈরী করে নাই।
অনেক কস্ট ও ধৈয্য এর ফলে সফল হয়েছে।

কথা না বাড়িয়ে শুরু করা যাক মার্ক জুকারবার্গ এর সম্পর্কে কিছু অজানা তথ্য।

**যাত্রা শুরু অল্প বয়স থেকেঃ

মার্ক জুকারবার্গ অল্প বয়স থেকে প্রোগ্রামিং এর যাত্রা শুরু করেন।
মাত্র ১২ বছর বয়স থেকে তার প্রোগ্রামিং এর যাত্রা শুরু।
১২ বছর বয়সে একটা মেসেজিং প্রোগ্রাম তৈরী করছিলেন। নাম দিয়েছিলেন ( জুক নেট)
যেটা তার বাবার দাতের ডাক্তার খানায় তার বাবা ব্যাবহার করতেন।

** ছোট থেকেই প্রতিভার বিস্তারঃ

মার্ক জুকারবার্গ হাই ইস্কুলে পড়া কালীন সময়ে ই তিনি কম্পিউটার এর উপর গ্রাজুয়েট শেষ করেন।

**শিখককেই শিখাতেন!!!

তার বাবা মার্ক জুকারবার্গ এর জন্য গৃহশিক্ষক রেখে ছিলেন তাকে কম্পিউটার শেখানোর জন্য।
এবং সেই শিক্ষক শিজার করছেন তার ছাত্র সমস্ত বিষয়ে এগিয়ে আছে।

**শুন্য থেকে শুরু ফেসবুকঃ

তিনি প্রথম ফেসবুক লঞ্চ করেন(হার্ভার্ড ইউনিভার্সিটিতে ) তার ডরমিটরি থেকে।

**মার্ক জুকারবার্গ এর জীবন নিয়ে মুভিঃ

মার্ক জুকারবার্গ এর আগের জীবন ও ফেসবুক এর জন্ম নিয়ে একটা মুভি ও তৈরী হয়ে গেছে।

এর নাম দেয়া হয়েছে ( সোশ্যাল নেটওয়ার্ক)
যা অনেকের কাছে অনেক জনপ্রিয় হয়ে গেছে।

**মার্ক জুকারবার্গ এর বিবাহঃ

মার্ক জুকারবার্গ তার অনেক দিনের গালফ্রেন্ড
(প্রিসলিনা চ্যান) কে বিবাহ করেন।

তার বিবাহ টা ও অনেকের কাছে ছিল সারপ্রাইজ।

অতিথিদের জানানো হয়েছিল যে তাদের নিমন্ত্রন করা হয়েছে চ্যান এর মেডিকেন স্কুল গ্রাজুয়েশন এর সেলিব্রেটি পার্টিতে।

পরে তো সত্যটি প্রকাশ হলো।

** ফেসবুক কেন নীলঃ

মার্ক জুকারবার্গ লাল ও সবুজ রং ভালো দেখতে পারে না।

এজন্য মার্ক জুকারবার্গ ফেসবুক এর রং নীল ই বেছে নিয়েছেন তিনি।

**মার্ক জুকারবার্গ এর বিখ্যাত কুকুরঃ

মার্ক জুকারবার্গ এর বিখ্যাত কুকুর রয়েছে তার নাম ( হাঙ্গেরবিয়ান শিপ ডগ)

কুকুরের নামে ফেসবুক পেজ ও আছে।
সেই পেইজে বর্তমানে লাইকের সংখ্যা ২ মিলিয়ন এর বেশি।

**মার্ক জুকারবার্গ কে কেউ ব্লক করতে পারবে নাঃ

এমন ভাবে তার প্রোগ্রাম তৈরী করেছে যে ফেসবুকে মার্ক জুকারবার্গ কে কেই ব্লক করতে পারবে না।

**ফেসবুক উন্নতি তার লক্ষ্যঃ

মার্ক জুকারবার্গ এর এক মাত্র লক্ষ্য যে তিনি ফেসবুক উন্নতি করবেন।

মার্ক জুকারবার্গ সব সময় ই গ্রে টি-শার্ট ও ব্লু জিন্স পড়েন।
তিনি বলেন প্রতিদিন সকালে কি পড়বেন এটা ভেবে সময় নস্ট করতে চান না।

ভাবুন ফেসবুক নিয়ে তার কত ভালবাসা।

** কমেন্ট ম্যাজিক দেখুনঃ

ফেসবুক কমেন্টে

@[4:0]

লিখে এন্টার চাপো তাহলে মার্ক জুকারবার্গ এর নাম আসবে।

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ