হ্যালো বন্ধুরা, ইন্টারনেট।
আমাদের নিত্যদিনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। এই ইন্টারনেট কে কাজে লাগিয়ে অনেকে তাদের স্বপ্নের স্বর্ণ শিখরে আরোহন করতেছে। আবার অনেকেই নীল দুনিয়ার বিচরণ করে।
সত্যি কথা বলতে এটি আমাদের জন্য এক আশীর্বাদস্বরূপ। যদি আমরা এর সঠিক ব্যবহারকারীদের অন্তরর্ভুক্ত হতে পারি।
যাই হোক আমরা এ বিষয়ে এখন কথা বলবো না। আমাদের আজকের আলোচনার বিষয়টি একটু ভিন্নরকম। বিশাল এ মায়াজালের কিছু মজার তথ্য আজকে আপনারা জানতে চলেছেন। যেগুলো না জানলে আপনার সকল ইন্টারনেট জ্ঞানই বৃথা।
ইন্টারনেটের রাজ্য টা যে কত বড় তা আমরা কল্পনাও করতে পারিনা। এ রাজ্যেই প্রতিনিয়ত ঘটে যাচ্ছে / গেছে কত জানা- অজানা event.
but, এর মধ্যে কিছু আছে, নিতান্তই অবাক করা এবং চিন্তার বিষয়।
যদি জানতে চান এগুলো কি কি তাহলে নড়েচড়ে বসুন।
অনেকেই ইন্টারনেট বলতে শুধুমাত্র গুগোল কে চিনে। আসলে তারা জানেও না যে, ইন্টারনেটের সকল তথ্যের মাত্র 10 ভাগ গুগোল এর আওতাভুক্ত।বাকি 90 ভাগ গুগোল আপনাকে দেখাতে অক্ষম।
কি অবাক হচ্ছেন তাই তো? এখনো তো just শুরু।
এখন যেগুলো বলব তা জানলে হয়তো আপনার চোখ কপালে উঠে যাবে।
1. প্রতি সেকেন্ডে গুগলের 200 লাখেরও বেশি সার্চ হয়।
কি! ২০০ লাখ? হুম ২০০ লাখ!
2. ব্যাপারটা কি একটু ভিন্নভাবে শুরু করি।
সাধারণ একটা বিষয় নিয়ে চিন্তা করতে করতে আমাদের কয়েক দিন ও সময় চলে যায়।
আর আপনি যখন গুগলে কোনো কিছু গুগলে সার্চ করেন তখন আপনার সামনে যে রেজাল্ট গুলো মুহূর্তের ভিতর চলে আসে সেগুলো আপনার সামনে show করানোর পূর্বে গুগোল 200 বারেরও বেশি চিন্তা করে। হ্যাঁ। ২০০ বার।
৩.প্রতি মাসে গুগল তিনটি প্রতিষ্ঠান ক্রয় করে থাকে।
ইন্টারনেট
1. Load shedding কথাটির সাথে আমরা সবাই পরিচিত। পরিচিত না হলেও সমস্যা নাই কারণ স্কুল লাইফে paragraph তো সবাই পড়েছি।
কিন্তু আপনি কি জানেন ইন্টারনেটের লোডশেডিং হতে পারে।
এ ব্যাপারে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে গুগলে সার্চ করে জেনে নিতে পারেন পুর্নাঙ্গ তথ্য।
2. Email
3. আপনি কি জানেন?
ইন্টারনেটের প্রথম ওয়েবসাইট টি এখনো আছে?
Link
4. প্রতিদিন 30 হাজারেরও বেশি ওয়েবসাইট হ্যাক হয়। ভেবে দেখুন আপনার সাইটটি নিরাপদ তো?
5. ভাইরাস নিয়ে ভয় কাজ করে?
সমস্যা নাই; আপনি যতক্ষন ডাউনলোড করবেন না ততক্ষন এটি আপনার ডিভাইস কে আক্রান্ত করতে পারবে না।
6. ৫ কোটি user হতে রেডিওর সময় লাগে, ৩৮ বছর। টেলিভিশনের ১৩ বছর আর মোবাইলের মাত্র ৪ বছর। ???
সত্যি ব্যাপারটা চিন্তা করার মতো।
7.প্রতি মাসে ইন্টারনেটে ১০ লক্ষের ও বেশি ডোমেইন রেজিঃ হ য়।
খুবই ভয়ংকর দুটি তথ্য
১. ইন্টারনেটে আপনি কত পিক ই তো দেখেন। কিন্তু আপনি কি জানেন, ” ইন্টারনেটের ৮০ শতাংশ পিক ই নগ্ন মহিলাদের।
২. এখন যেটি জানবেন আপনি নিজেকেও বিশ্বাস করতে পারবেন না হয়তো।
জানলে অবাক হবেন যে,
ইন্টারনেটে একটি সাধারণ ও য়েব পেইজের পরিবর্তে ৫টি পর্ন পেইজ আছে।
কি বিশ্বাস হচ্ছে না। তাইতো?
বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। কারন, আমাদের ইন্টারনেট জ্ঞান এখনো গুগলের মধ্যেই সীমাবদ্ধ।
আর আমি পুর্বেই উল্লেখ করেছি যে, ইন্টারনেট মানেই কিন্তু শুধু গুগল নয়.
আবার যারা ওয়েবসাইট এ কাজ করেন তারা জানেন যে, ওয়েব সাইটে adult content থাকলে গুগল ঐ ওয়েবসাইট গুলো ব্যান করে দেয়। গুগলে আমরা ইন্টারনেটের দশ শতাংশের ও কম তথ্য ভোগ করতে পারব। সম্ভবত ৪-৮ শতাংশ।
একটু সাধারণ ব্যাখ্যা
ডার্ক ওয়েব কি? তা আমরাই সবাই জানি? কিন্তু প্রবেশ করতে পারিনা।
এই ডার্ক ওয়েব এ আপনি যা চাইবেন তাই পাবেন। আর এই ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের এক অন্ধকার জগত।
এই অন্ধকার জগত কে সাধারণ ভাবে ২ ভাগে ভাগ করা যায়।
1. Deep web.
2. Dark web
deep web-এর সাইজ Accually Dark web-এর থেকে বেশি। আনুমানিক ৫৫০ গুন বেশি।
কিভাবে বুঝব ব্যাপার টা সত্যি নাকি মিথ্যা।
“গুগল এ adult story লিখে সার্চ করলে কয়টা আসে জানা নেই।
কিন্তু, ডার্ক ওয়েবে সার্চ করলে কোটিও আসতে পারে”।➡ YouTube.
সুতরাং মনমানসিকতা পরিবর্তন করুন। টেকনোলজি প্রিয় হয়ে উঠুন। google এর ভিতরে সীমাবদ্ধ না থেকে অন্যান্য সার্চ ইন্জিন গুলোর খবর রাখুন।
উপসংহার
কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আর যারা trickBD.Com নতুন এসেছেন আপনাদের কে স্বাগতম।
প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে TrickBD’r সাথেই থাকুন।
ইন্টারনেটের এই amazing ইনফরমেশন গুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ও চমকে দিতে পারেন।
তাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
আর কমেন্ট করতে পারলে কমেন্ট করে পাশেই থাকুন।
তাহলে আজকের এখানেই শেষ করলাম। দেখা হবে পরের কোনো আর্টিকেল এ। ততক্ষণ পযর্ন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ
এই পোস্টটি সর্বপ্রথম প্রকাশিত হয় TrickBD.Com এ