Site icon Trickbd.com

বাংলাদেশ থেকে PayPal একাউন্ট খুলার সহজ পদ্বতি (Youtube ভিডিও দেখে তো অনেক হয়রানি হলেন, এবার সঠিক পদ্ধতিতে কাজ করুন)

TOPIC:

বাংলাদেশ থেকে কিভাবে USA Full Verified Paypal Account খুলবেন?

 

বাংলাদেশ থেকে যারা Freelancing / Digital Marketing Related কোন কাজের সাথে জড়িত আছেন, তাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে পেমেন্ট মেথড এর সমস্যা।

কারণ বাংলাদেশে International Payment Method গুলো খুবই কম ।

যাহোক সরাসরি কাজের কথায় আসি-

ফুল ভেরিফায়েড পেপ্যাল একাউন্ট করতে আপনার যে জিনিস গুলো দরকারঃ

1. Premium VPN / IP / VPS

2. USA mail Account ( normal mail ও ব্যবহার করতে পারবেন )

3. USA Phone Number

4. Social Security Number ( SSN )

5. Visa / Mastercard Info

6. USA bank Account

? একটি Complete Full Verified Paypal Account যদি চান তাহলে এগুলো অবশ্যই লাগবে,

এই জিনিস গুলো ছাড়া Full Verified Paypal Possible না,

যদি আপনাকে কেউ ভুল্ভাল Paypal দেখিয়ে বলে সেটা Full Verified তাহলে তার কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলুন।

? উপরে যে জিনিস গুলোর কথা বলা হয়েছে এগুলো সবগুলোই প্রিমিয়াম / পেইড জিনিস,

যদি নিজে বের করার Way জানেন তাহলে ভালো আর যদি না জানেন তাহলে সব জিনিস গুলোই আপনাকে কিনতে হবে।

ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন Website আছে যেখানে থেকে এসব জিনিস কিনতে পারবেন।

✌ অনেকেই আছেন যারা ফ্রী খুজেন সবকিছু,

তাদের জন্য আমি একটা সমাধান দিচ্ছি, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, ফ্রী কোন জিনিসই ভালো হয়না বাংলায় একটা প্রবাদ আছে সস্তার বারো অবস্থা।

যাহোক তবুও আমি বলে দিচ্ছি কিভাবে ফ্রীতে বানাবেন, কিন্তু যারা প্রফেশনালি ব্যবহার করবেন তারা দয়া করে ফ্রী না খুজে ভালো কোন সার্ভিস প্রভাইডর / এক্সপ্রিয়েন্সেবল কোন পার্সন এর থেকে বানিয়ে নিন,

আর যারা ছোট খাট ট্রান্সেকশন করবেন বা শখের বসে নিতে চান তারা এই ফ্রী মাধ্যম ব্যবহার করে Account করে আপনার কাজ চালাতে পারবেন আশা করি।

এখন সহজ সমাধান দেই,

১। প্রিমিয়াম ভিপিএন এর পরিবর্তে Google Play Store  থেকে কোন ভিপিন নামিয়ে ট্রায়াল একটিভ করতে পারেন সেটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন।

২।  USA MAIL হলে ভালো হয় যদি না পারেন তাহলে সমস্যা নাই নরমাল কোণ মেইল খুলে নিলেই হবে।

নিজে একটা জিমেইল বা Outlook mail খুলে নিন।

৩। USA PHONE NUMBER , যদি gmail account খুলেন তাহলে ওখান থেকে সরাসরি Textnow এ গিয়ে ফ্রী নাম্বার নিতে পারেন,

অথবা 2nd line apps এ ফ্রি USA NUMBER পাবেন,

আর একটু ভালো চাইলে google voice number যদি নিজে বানাতে পারেন তাহলে ভালো আর যদি না পারেন তাহলে  এটাও আপনাকে কিনতে হবে । যার দাম (১-২দুশ টাকা নিবে)

৪। কাজের জন্য Social Security Number ( SSN ) লাগবে যা ফেসবুক এর বিভিন্ন গ্রুপ সহ অনেক Website পাবেন যেখানে সেল করে। আর যদি একান্তই না কিনতে পারেন তাহলে

তাহলে Fakenamegenerator এই Website এ গিয়ে একটা ফেক Info জেনারেট করে নিন

 

এরকম একটা Complete Addreess + Info পেয়ে যাবেন , আর মার্ক করা যায়গাটায় হচ্ছে SSN

শেষের ৪ টি যে কোন সংখ্যা দিয়ে দিন এবং

SSNVALIDATOR এই Website এ যান-

 

এবং নিচের মত করে প্রথম ৩ সংখ্যা পরে ২ সংখ্যা এবং শেষে ৪ সংখ্যা দিয়ে Terms & Condition চেক মার্ক করে দিন এবং ক্যাপচা ফিলাপ করুন এবং Search এ ক্লিক করুন।

SSN যদি Valid হয় তাহলে SSN এর সমস্ত Info এভাবে দেখাবে,
আর যদি Valid SSN না হয় তাহলে কোন Info আসবে না।

 

৫। ভিসা / মাস্টার কার্ড এর জন্য আপনার একটি ইউ এস এ ব্যাংক লাগবে, অথবা চাইলে ভার্চুয়াল কার্ড বানিয়েও কাজ সারতে পারেন যদি  এর একটি সহজ সমাধান ৬ নাম্বার উত্তরে দেখুন।

৬। এর আগে বলেছিকিভাবে SSN Free তে নিবেন সেই SSN INFO দিয়ে নিচের যে কোন একটি ব্যাংক এ একাউন্ট করলে USA BANK ACCOUNT পাবেন সাথে ভার্চুয়াল কার্ড ও পাবেন যেটা দিয়ে সুন্দর মত Paypal Account Verified করতে পারবেন কিন্তু সমস্যা হলো ভালো মানের আইপি লাগবে USA এর ব্যাংক করার জন্য আর অনেকদিন থেকেই অনেকেই অনেক ভাবে SSN ব্যবহার করে আসতেছে যার কারনে আপনাকে একটু কষ্ট করতে হবে অর্থাৎ একটা SSN দিয়ে Tray করলেন Faild হলো Than নতুন করে আর একটা SSN বানিয়ে নিয়ে সেটা দিয়ে ট্রাই করতে হবে এভাবে হয়তো কয়েকবার ট্রাই করা লাগতে পারে।

নিচের যে কোন একটির Account করে Paypal Verified করতে পারবেন-

a. Bluebird Bank

b. Go2bank

c. Moneylion Bank

d. Cashapp

e. Meta Bank

সাধারণত এই ৫ টা ব্যাংক এ Account করা অনেক সহজ এবং ব্যাংক+কার্ড দুইটার সমাধান এক সাথে, Cashapp ব্যাতীত কারণ Cashapp Only Card Provide করবে আর যদি ফুল ভেরিফাইড করেন তাহলে আপনাকে Account Number + Routing Number দিবে কিন্তু cashapp account full verified করতে অনেক কিছুর প্রয়োজন হয়।

সব কিছু হয়ে গেলে ,

a. VPN থেকে USA Location Connect করুন

b. paypal.com  এই লিংক এ যান

c. Signup এ ক্লিক করুন

d. USA number দিয়ে নাম্বার ভেরিফাই করুন

e. Fakenamegenerator থেকে নেয়া নাম সহ সমস্ত ইনফো ফিলাপ করুন।

f. মেইল ভেরিফাই করুন

g. Settings থেকে আপনার Paypal এ SSN টা বসায়ে নিন

সবকিছু হয়ে গেলে ব্যাংক থেকে Visa / Mastercard এর Info নিন এবং Paypal এর Wallet Option থেকে কার্ড Add করুন।

কার্ড Add হলে সেম ভাবে ব্যাংক থেকে ব্যাংক এর Routing Number &  Account Number নিন এবং সেটা Paypal এর ব্যাংক Add Option থেকে Add করে নিন।

ব্যাংক Add এর ২৪ ঘন্টার মধ্যে Paypal থেকে ২ টা ছোট ট্রান্সেকশন করবে আপনার ব্যাংক Bank Account এ,

২৪ ঘন্টা পর আপনার ব্যাংক এ লগিন দিয়ে দেখুন কত সেন্ট কত সেন্ট করে paypal থেকে ট্রান্সেকশন দুইটি

সেই Amount টা Paypal থেকে বসায়ে দিলেই কাজ শেষ!!

ব্যাস!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

পেয়ে গেলেন একটি Full Verified Paypal Account সম্পূর্ণ ফ্রী তে।

Important: যে সমস্ত Info দিয়ে আপনার Account টি করতেছেন সে সব Info save করে রাখিয়েন পরবর্তী যে কোন সমস্যা সমাধান এর জন্য।

কোন সমস্যা হলে কমেন্টস এ জানাতে পারেন।

ধন্যবাদ সবাইকে ।
ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন

Exit mobile version