হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।
চলুন শুরু করা যাক।
আমার আজকের এই পোস্টটা হবে রবি সিমের একটা tricks নিয়েl অনেকেই হয়তো এই বিষয়ে জানেন, পোস্টটা তাদের জন্যে যারা জানেন না l
তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার রবি সিমে আপনার ইচ্ছামত ২ টি এমবি প্যাকের মাঝে যেকোনটি ব্যাবহার করবেন। অনেকেই হয়ত জানেন এটা কিভাবে কাজ করে, আমার আজকের পোষ্টটা তাদের জন্য যারা জানেন না কিভাবে এটা করতে হয়।
ধরুন আপনার রবি সিমে ২ টা প্যাক কিনেছেন আপনি। এখন দেখা গেল যেই প্যাকটির মেয়াদ বেশিদিন আছে, সেই প্যাক থেকে এমবি খরচ হচ্ছে , অপরটি থেকে নয়। আর এভাবে চলতে থাকলে দেখা যায় যে, যে প্যাকের মেয়াদ বেশিদিন, সেই প্যাকের এমবি শেষ হবার পরে অপর প্যাক থেকে এমবি কাটে। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ক্রয়কৃত ২ টা প্যাকের মাঝে আপনার ইচ্ছামত যেকোন একটি প্যাক ব্যাবহার করতে পারবেন।
১/ মনে করুন আপনার কাছে robi bonous ও ppu block নামে দুটি প্যাক আছে। তবে বর্তমানে আপনার robi bonous নামক প্যাক চলতেছে, কিন্তু আপনি চান ppu block নামক প্যাকটি ব্যাবহার করতে। এজন্য প্রথমে আপনাকে robi bonous নামক প্যাক টাকে স্থুগিত করতে হবে।
এজন্য, প্রথমে *3# ডায়াল করে 1 লিখে সেন্ড করি। (আপনি যেই প্যাক অফ করতে চান ঐ প্যাকের পাশের নাম্বার সেন্ড করবেন।) ।
৪/ আবার 1 লিখে সেন্ড করুন।
ব্যাস আপনার প্যাকটি স্টপ হয়ে গেছে। এবার আপনি যদি ডাটা কানেকশান অন করেন তাহলে আপনার ফোনে থাকা অপর প্যাকটি কাজ করবে।
*****এখন ভাই কথা হলো, যেই প্যাকটি স্টপ করলাম, ঐটা আবার চালু করবো কেমণে?
আচ্ছা এইজন্যে আপনাকে আবারো ডায়াল করতে হবে *8444# এবং 2 লিখে সেন্ড করবেন।
এবার 1 লিখে সেন্ড করুন। (আপনি যেই প্যাক চালু করতে চান ঐ প্যাকের পাশের নাম্বার সেন্ড করবেন।)
এবার আপনার প্যাকটি চালু হয়ে যাবে।
তাহলে এভাবে আপনি আপনার এমবি প্যাককে ম্যানেজ করতে পারবেন। আমি যখন ফ্রি নেট চালাই তখন এইভাবে এমবি প্যাক অফ করে তারপর ভিপিএন কানেক্ট করি।
তাহলে আমার আজকের পোস্ট এই পর্যন্তই l
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
Oi post j korce oi ta batpar
Apni noy