আজকে আমি আবারো আপনাদের কাছে একটি পোষ্ট নিয়ে এসেছি কীভাবে গুগল দ্বারা সাইন ইন করা অ্যাপ বা ওয়েবসাইটকে গুগল অ্যাকাউন্ট থেকে ডিসকানেক্ট করবেন।

disconnect App that signed with google

আজকে আমি ভেবে দেখলাম আসলে আমরা সকলেই গুগল দ্বারা অ্যাপে বা ওয়েবসাইটে লগইন করি কিন্তু গুগল অ্যাকাউন্ট থেকে সেগুলোকে সাইন আউট বা ডিসকানেক্ট করতে পারি না।

যার ফলে কোনো অ্যাপ বা ওয়েবসাইট সারা জীবন আপনার অ্যাকাউন্টের সকল তথ্য তাদের কাছে থেকে যাবে।

অপর দিকে ফেসবুক থেকে কোনো অ্যাপে লগইন করলে সেগুলো আমরা ফেসবুক অ্যাপে ডুকে তা রিমুভ করতে পারি।

কিন্তু কথা হচ্ছে কীভাবে গুগল থেকে অ্যাপগুলোকে সরাবেন।

তো পুরো বিষযটি ভালোভাবে বোঝার জন্য সম্পূর্ণ পোষ্টটা মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

আমরা প্রত্যক সময় যখন কোনো নতুন অ্যাপে অ্যাকাউন্ট করি তখন আমরা গুগল দ্বারা অ্যাকাউন্ট করি মানে Sign in with google করি।

তারমানে অ্যাকাউন্ট করতে যত তথ্য লাগবে সকল তথ্য তারা আপনার গুগল অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করে।

যেমন ধরুন আপনি একটি গেইমে প্রবেশ করলেন তখন সেখানে লেখা আসলো সাইন ইন উইথ গুগল তখন আপনি এটিতে ক্লিক করে ১ মিনিটেই অ্যাকাউন্ট করে ফেললেন।

কিন্তু আপনি যদি সে অ্যাপ থেকে সাইট আউন করেন তবে কিন্তু আপনার আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায় নি।

আপনাকে ডিলিট করতে হলে আপনাকে Google Play Service এ ডুকে তারপর আপনাকে গেইমটিকে গুগল থেকে রিমুভ করতে হবে।

আর কীভাবে রিমুভ করবেন সেটিই দেখাতে চলেছি এই পোষ্টে।

গুগল থেকে অ্যাপটিকে ডিস্কানেক্ট করার সুবিধাঃ

  • আপনার গুগল অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।
  • আপনার অ্যাকাউন্টের পারসোনাল তথ্য সংরক্ষিত থাকবে।

কীভাবে ডিসকানেক্ট করবেন?

গুগলে সাইন ইন করা অ্যাপগুলো ডিসকানেক্ট করা মুটামোটি একটু কঠিন কাজ তবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে আমি নিশ্চিত আপনি এই কাজটি সহজেই করতে পারবেন।

তকর জন্য প্রথমে আপনি আপনার ফোনের Google Play Service অ্যাপটিতে যান।

যদি অ্যাপটি আপনার ফোনের হোম স্ক্রিনে না থাতে তবে আপনি আপনার ফোনের সেটিংসে Google নামে একটি অপশন পাবেন সেটিতে যান।

তারপর দেখুন আপনার সকল তথ্য ম্যানেজ করার জন্য দেখাচ্ছে।

এখন আপনি আপনার ফোনে Setting for google apps এটিতে ক্লিক করুন।

তারপর দেখুন এখানে আরো অপশন দেখাচ্ছে তারপর Connected Apps এখানে ক্লিক করবেন।

তারপর দেখুন আপনি যতগুলো অ্যাপসে গুগল দ্বারা সাইন ইন করেছেন সেগুলো দেখাচ্ছে।

এবার আপনি যে অ্যাপটিকে বা ওয়েবসাইটটিকে রিমূভ করতে চান সেটিতে ক্লিক করুন। 

ক্লিক করার পর দেখুন অ্যাপটির তথ্য দেখাচ্ছে এবার নিচে দেখুন Disconnect নামে একটি বাটন আছে এটিকে ক্লিক করুন।

তারপর আরেকটি উইন্ডো দেখাচ্ছে আপনি কী সত্যিই অ্যাপটিকে ডিসকানেক্ট করতে চান।

তাহলে OK দিন।

এভাবে আপনি আপনার অ্যাকাউন্টে থাকা সকল অ্যাপকে ডিসকানেক্ট করতে পারবেন।

খেয়াল রাখবেনঃকখনো Device নামে অপশনটিকে ডিসকানেক্ট করবেন নাকারন এটি আপনার ফোনের ডিভাইস,এটিকে ডিসকানেক্ট করলে আপনাকে আবার সাইন ইন করতে হবে।alert-warning

উপসংহারঃ

পোষ্টটি আপনার কেসন লাগলো।

নিশ্চয় ভালো লেগেছে।

পরবর্তি পোষ্টে আমি দেখাবো কীভাবে ফেসবুক দ্বারা লগইন করার অ্যাপগুলোকে কীভাবে সরাবেন।

পোষ্টটি পেতে আমাদের সাথেই থাকুন।

One thought on "Google দ্বারা সাইন ইন করা অ্যাপগুলোকে গুগল অ্যাকাউন্ট থেকে ডিস্কানেক্ট করার নিয়ম"

  1. 2Xa4A Author says:
    Shundor post!
    Tobe koekk jaaygay baanan bhul aache! ?

Leave a Reply