কেমন আছেন বন্ধুরা?
আশা করি ভালোই আছেন,
তবে শীতের এই সময়ে একা আমি খুব একটা ভালো নেই!(মজা করলাম)।
অনেক সময় দেখাযায় আমরা যার সাথে Email এ কথা বলছি তার পরিচয় আমারা জানি না।
এছাড়া ইমেইল এর মাধ্যমে হুমকি, ব্লেকমেইলিং, টাকা দাবি ইত্যাদি প্রতিনিয়ত ঘটে চলেছে।
যেহেতু মেইল কে পাঠিয়েছে বা কোথা থেকে পাঠানো হয়েছে তা আমরা সহজে খুজে পায় না,তাই এই পদ্ধতিতে অপরাধ বেড়েই চলেছি।
আর তাই আজ আপনাদের জন্য এমন একটি App নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনি Email পাঠিয়ে যে কারো Location জেনে নিতে পারবেন।
এর জন্য শুধু আপনার কাছে তার Email Address টি থাকলেই হবে।
এছাড়াও আপনি যাকে মেইল পাঠিয়েছেন তিনি মেইল টি দেখেছে কি না তা ও জেনে নিতে পারবেন।
এর জন্য নিচে থেকে App টি ডাউনলোড করে নিন।
আপনাদের জন্য App টির Mod ভার্সন দিলাম।
আপনি চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন।
তবে এই Mod ভার্সন থেকে আপনি আনলিমিটেড মেইল পাঠাতে পারবেন এবং কোন এড আসবে না।
Direct Download : সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Play Store :
প্লে স্টোর থেকে ডাউনলোড করতে Pointmailer লিখে Search করুন।উপরে দেওয়া যে কোন একটি মাধ্যম থেকে App টি ডাউনলোড করে Install করার পর অপেন করুন এবং SignIn With Google এ ক্লিক করে লগিন করে নিন।
এখন Track Mail পাঠাতে পেন্সিল Icon এ ক্লিক করুন।
এখানে To তে যে Email টাকে Track করতে চাচ্ছেন তা লিখুন।
Subject এর স্থানে ইচ্ছা মতো Subject এবং Massage এর স্থানে ইচ্ছা মতো Massage লিখে Send এ ক্লিক করুন।
কাজ শেষ।
এখন তার ফোনে বা কম্পিউটার এ মেইল টি যাওয়ার সাথে সাথে আপনি যে ইমেইল দিয়ে এপ এ লগিন করেছেন,সেটাতে একটি মেইল চলে আসবে।
এখানে তার প্রায় সকল ইনফো দেখতে পাবেন।
আর তার লোকেশন বের করার জন্য Recipient Ip কপি করে নিন।
তারপর https://ipaddress.my এ যেয়ে copy করা ip টি past করে search এ ক্লিক করুন, তা হলেই তার লোকেশন ও পেয়ে যাবেন।
না বুঝলে নিচে ক্লিক করে ভিডিও টি দেখে নিতে পারেন।
Note :
সে যদি wifi ব্যবহার করে তা হলেই আপনি তার সঠিক লোকেশন পাবেন না হলে শুধু সে যে শহরে আছে তা জানতে পারবেন।
আশা করি পোষ্ট টি ভালো লেগেছে।
ট্রিকবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।