আপনি নিজেই মুরগির পানি খাওয়ার টপ বানিয়ে নিন আপনি নিজে
আপনি যেভাবে মুরগির পানি খাওয়ার জন্য টপ বানিয়ে নিবেন। বাজারে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। তাই আপনার জন্য একটি সুন্দর পদ্ধতি নিয়ে এসেছি। তাও আবার বিনা মূল্যেই (ঘড়ে পরে থাকা জিনিস দিয়ে) বানাতে পারবেন। এটি খুব সহজ। তো চলুন শুরু করি।
যা যা লাগবেঃ-
১। একটি ২৫০ গ্রামের ও ১ লিটারের বোতল নিন।
২। বোতল টি কাটার জন্য একটি বেলেট বা চাকু (কাটার সময় সাবধানে কাটবেন) নিন।
৩। বোতল টি মাপ দেওয়ার জন্য একটি মার্কার পেন নিন।
৪। দুই টি বোতল জোরা দেওয়ার জন্য টেপ বা আঠা নিন।
১। ২৫০ গ্রাম বোতলের লাল চিহ্নতে ফুটো করে কাটতে হবে।
২। ১ লিটার বোতলের লাল চিহ্নতে কাটতে হবে।
এই ভাবে
২৫০ গ্রামের স্টিকারের ভিতর দিয়ে ১ লিটারের বোতলের কাটা অংশ ডুকাতে হবে
এই ভাবে টেপ দিয়ে লাগাতে হবে
এবার বোতলে ফুটো অংশ টি আংগুল দিয়ে চেপে ধরে পানি ডালতে হবে তার পর বোতলে মুক্টি আটকে দিতে হবে
কাজ শেষ
আরো তথ্য পেতে সাইটে ঘুরে আসতে পারেন
wabsite: www.annotatebd.com
ধন্যবাদ
16 thoughts on "আপনি নিজেই মুরগির পানি খাওয়ার টপ বানিয়ে নিন"