Site icon Trickbd.com

অপেরা মিনি থেকে দ্রুত সাইট ব্রাউজ করার টিপস।

Unnamed

অনেকেই মুঠোফোন থেকে ওয়েবসাইট
দেখতে (ব্রাউজ) অপেরা মিনি
ব্যবহার
করেন। অপেরা মিনিতে প্রায়
ওয়েবসাইট দেখার ক্ষেত্রে গতি
অনেক ধীর থাকে। তবে চাইলেই এটি
দূর করা যায়।
অপেরা মিনি 7.5 -এ দ্রুত ওয়েবসাইট
দেখতে MenuTools নির্বাচন করতে হবে।
এবার Settings-এর একেবারে নিচে
Network থেকে Socket/HTTP বা Socket

নির্বাচন করে দিতে হবে। শুধু Socket
নির্বাচন করলে দ্রুতগতিতে ব্রাউজ
করা
যায়।
অপেরা মিনি ৬ এবং এর পরের
সংস্করণগুলোতে একই নিয়মে Socket/
HTTP
নির্বাচন করা যাবে না। এতে
অন্যভাবে করতে হবে। এ জন্য শুরুতে
অপেরা মিনি ৬ সংস্করণে Menu
থেকে
O Symbol নির্বাচন করে Settings-এ যান।
এবার Settings অপশনের নিচে Advance
থেকে Protocol-এ ক্লিক করে Socket/HTTP
থেকে Socket/HTTP বা Socket নির্বাচন
করুন। এই কাজগুলো করে অপেরা মিনি
বন্ধ করে আবার চালু করতে হবে। এবার
দেখুন ফেসবুকসহ অন্যান্য ওয়েবসাইট খুব
দ্রুত ব্যবহার করা যাচ্ছে।

সৌজন্যঃTunebd24.Com

Exit mobile version