Hello Dear Trickbd lovers.. I am back with another post. Hope you like it.
আচ্ছা কেমন হতো যদি আপনি আপনার কল্পনাকে বাস্তবে পরিণত করতে পারতেন ? আমাদের মস্তিষ্কে অনেক সময় বিভিন্ন ধরনের ছবি ভেসে ওঠে। কিন্তু এইগুলোকে কিভাবে বাস্তব রুপ দেওয়া যায়? এইগুলোকে বাস্তবে রূপ দিতে হলে হয়তো আমাদের ছবি আঁকা জানতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত কল্পনা করতে জানলেও দেখা যায় যে আপনি ছবি আঁকতে পারেন না। এ কারণে আপনার কল্পনা কল্পনায় থেকে যায়।
তবে এই একবিংশ শতাব্দীতে এসে আপনাকে আর সেই চিন্তা করতে হবে না। কি বিশ্বাস হচ্ছে না?
বিশ্বাস করুন, বর্তমানে artificial intelligence এর মাধ্যমে আপনি চাইলে আপনার কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারবেন আজকে থেকে। আর এর মাধ্যমে এমন সব ছবি তৈরি করতে পারবেন যা আপনার কল্পনাকেও হার মানতে বাধ্য।
তো চলুন এমন কিছু ছবি দেখে নেওয়া যাক আগে। তারপর আপনারাই বিবেচনা করবেন।
কি এইবার বিশ্বাস হচ্ছে তো? উপরের প্রত্যেকটা ছবিই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি । আমাকে শুধু আমার কল্পনা বলে দিতে হয়েছে আর কয়েক সেকেন্ডের মধ্যে ছবিগুলো তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা এমন ছবি তৈরি করতে হলে আপনাকে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা সময় দিতে হবে কিংবা অনেক অনেক ক্ষেত্রে তারও বেশি। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য কয়েক মিনিটের মধ্যে ছবিগুলো তৈরি করা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক….
উপরের সবগুলো ছবি তৈরি করা হয়েছে Midjourney Ai bot দ্বারা। এটি একটি প্রোগ্রাম যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কল্পনাকে বাস্তবে রূপ দেয়। এটির মাধ্যমে এমন এমন সব ছবি তৈরি করা যায় যা বাস্তবে অস্তিত্ব রাখে না।
কিভাবে ব্যাবহার করবেন Midjourney Ai :
Midjourney Ai ব্যাবহারের জন্য আপনার তিনটি জিনিস প্রয়োজন সেগুলো হলো,
- একটি Discord Account
- ধৈর্য
- কল্পনা ( সবচেয়ে প্রয়োজনীয় )
ব্যাস এগুলো থাকলেই আপনি আপনার কল্পনাকে বাস্তবে পরিণত করতে পারেন। তো প্রথমে নিচের লিংকে ক্লিক করে Midjourney Ai এর Discord server এ join করুন। Join here!
Join হওয়ার পরে Newbies নামের কয়েকটি room বা thread দেখতে পারবেন নিচে দেওয়া ছবির মত। সেগুলোর যেকোনো একটা তে প্রবেশ করুন।
এবার enter করার পর /imagine command দেওয়ার সাথে সাথে দেখবেন prompt লেখা উঠবে সেটার উপর ক্লিক করুন।
আর এর পর আপনার কল্পনাতে যেমন আসে সেরকম কিছু লেখা লিখে দিন। যেমন:-
তার কয়েক second এর মধ্যেই দেখবেন আপনার কাজ শুরু হয়ে গেছে। কাজ শেষ হয়ে গেলে Bot আপনাকে mention দিয়ে আপনার ছবিগুলো দেখাবে। এইখানে একটা কমান্ড এর জন্যে আপনি চারটা ছবি একসাথে পাবেন। চারটি ছবিগুলোর মধ্যে নিচের দিকে U1, U2 ,U3, U4 এবং V1,V2,V3,VR এইগুলো দেখতে পারবেন। ছবির ক্রম অনুসারে U1 এর উপর ক্লিক করলে শুধু সেই ছবিটা আলাদা ভাবে পেতে পারেবন। আর V1,2,3,4 CLICK করলে সেই ক্রমের ছবিগুলোর আরো আলাদা আলাদা রূপ দেখতে পারবেন। নিচের ছবি গুলোর দিকে লক্ষ করুন।
Midjourney এর কমান্ড সম্পর্কে বিস্তারিত লিখতে গেলে এই পোস্ট আরো বড় হয়ে যাবে। তাই সব কমান্ড গুলো ঠিকভাবে বুঝতে চাইলে নিচে দেওয়া তাদের Github লিংক টি দেখতে পারেন। Click me!
আর আপনার তৈরি করা সব ছবিগুলো একসাথে দেখতে চাইলে Midjourney এর ওয়েবসাইট এ আপনার Discord Account connect করুন। এটি করলে আপনি সব গুলো ছবি যেমন একসাথে দেখতে পারবেন ঠিক একইভাবে High quality তে download ও করতে পারবেন। Discord connect করার জন্য Link লেখাটির উপর ক্লিক করুন।
আপনি এই বট টির সাহায্যে সর্বমোট ২৫ টি ছবি তৈরি করতে পারবেন। এরপর আপনার ট্রায়াল শেষ হয়ে যাবে। এরপরে তৈরি করতে চাইলে আপনাকে তাদের মাসিক 20$ মূল্যের প্যাকেজ নিতে হবে। কিংবা অন্য আরেকটা Discord Account দিয়ে bot টি use করতে পারবেন।
তো এই ছিল আজকের পোস্ট ভালো লাগলে Like,Share,Comment করতে ভুলবেন না।
ভালো থাকুন ,সুস্থ থাকুন , Trickbd এর সাথেই থাকুন। আপনার দিনটি ভালো কাটুক ধন্যবাদ।