Site icon Trickbd.com

শেয়ারইট থেকে আসা অপ্রয়োজনীয় নোটিফিকেশন চিরতরে বন্ধ করুন[Turn Off Shareit Notification]

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?  আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন।
ট্রিকবিডির সাথে সবাই নিয়মিত থাকবেন, যাতে সকল প্রকার আপডেট মিস না হয়।
প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে নিয়ে আসলাম চমৎকার একটি ট্রিক।
সবাই  কম বেশি ফাইল,অডিও,ভিডিও শেয়ার করার জন্য   শেয়ারইট ব্যাবহার করে থাকেন।
 আসলে বর্তমানে এই শেয়ারইট ব্যাবহার করা অনেক ঝামেলায় পরিনত হয়েছে।
কারন এখন শেয়ারইট ওপেন করলেই অনেক এড ঝামেলা করা।
শুধু এড না,  মাঝে মাঝে নোটিফিকেশন বারে হাজার হাজার নোটিফিকেশন এসে ফোন স্লো করে দেয়।
৫-৭ বছর আগে এই শেয়ারইট কোনো ঝামেলা ছিল না,সাইজ ছিল ৭এম্বি , এখন এটি ৩০এম্বি সাইজ হয়েছে।
কম এম্বির র‍্যামে তো এই শেয়ারইট ব্যাবহার করাটাই ঝামেলা।
যাই হোক,  আসলে কম সময়ে দ্রুতগতিতে ফাইল ট্রান্সফার করার জন্য আমরা শেয়ারইট ব্যাবহার করব থাকি।
আজকে আপনাদের দেখাব,শেয়ারইট থেকে এই আজে-বাজে নোটিফিকেশন আসা কিভাবে বন্ধ করবেন।
আশা করি আপনাদের অনেক উপকার হবে।
কথা না বাড়িয়ে শুরু করা যাক–
দেখুন, মিনিটে মিনিটে এরকম নোটিফিকেশন আসে,শেয়ারইট থেকে
একদম পারমানেন্ট নোটিফিকেশন আসা বন্ধ করার জন্য, নিচের ছবিতে দেখানো যায়গায় ক্লিক করুন
তার পর
তার পর
তার পর পারমিশন চাইলে দিবেন
টিক মার্ক তুলে দিন
এরকম দেখাবে
তার পর শেয়ারইট থেকে কোনো নোটিফিকেশন আসবে না কখনো।
একদম নিশ্চিন্তায় থাকুন!
আশা করি যারা জানে না, তারা অনেক উপকৃত হয়েছেন।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন
যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি
ধন্যবাদ