Site icon Trickbd.com

Hey Anndriod 13 is Here! ১৩টি নতুন ফিচারস এর সাথে Andriod 13. দেখে নিন কি কি ফিচারস গুলো।

আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।তো আজকের পোষ্টটি হলো Andriod Update Releted.

তো চলুন শুরু করা যাক।তার আগে সবাই কমেন্ট করে জানাবেন আপনি কোন Andriod Version ব্যবহার করছেন,দিন যতই যাচ্ছে নতুন নতুন আপডেট আর ফিচারস এর সাথে আমরা পরিচিত হচ্ছি, কিন্তু শুধু পরিচয় দিয়েই কি হবে? আগে ব্যবহার করুন তারপর বিশ্বাস করুন।

 

অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম Andriod 13 Update এর জন্য, এই অপেক্ষার দিন শেষ হলো 15 August. আজকে ১৩টি নতুন ফিচারস এর সাথে Andriod 13 এর পরিচয় করিয়ে দিব।আসলে Andriod 12 আর 13  এর মধ্যে এত বেশি বর কোনো চেন বা পার্থক্য নেই।তাও যে কয়েকটি চেঞ্জ আসছে সেগুলো অনেক কার্যকরি আমার থেকে মনে হয়।

 

ফিচারসমূহঃ-

  1. Adriod 13 Easter Egg-

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2. Flashlight Of Remainder:– আপনি যদি ফ্লাশ লাইট অন করে ভুলে যান অফ করতে তাহলে এটি আপনার মোবাইলের হোম স্ক্রিনে একটি নোটিফিকেশন আসবে যা আপনাকে মনে করিয়ে দিবে ফ্লাশ লাইট অফ করার জন্য।

3. Wabes in music playback:- দেখতে কিছুটা কুল লাগে।

4.Qr Code Scaner:– অনেক সময় দেখা যায় কোনো কিছু স্কান করার জন্য আমরা প্লে স্টোর থেকে থার্ড পার্টি Apps ইন্সটেল করে থাকি।কিন্তু Andriod 13 এর মধ্যে আপনি Notification Toggle এর মধ্যে পেয়ে যাবেন যা দিয়ে সবকিছু স্কান করা যাবে।

5. Per-app language settings for apps:– আপনি চাইলে প্রতেকটি Apps এর জন্য আলাদা আলাদা Language ব্যবহার করতে পারবেন।

6. Battery measures:- এটি আপনার ব্যাটাটির জন্য অনেক কার্যকর হবে আশা করি কারণ Background এর মধ্যে যেসব Apps গুলো বেশি ব্যাটারী কনজিউম করছে, সেই সব Apps গুলোর নোটিফিকিশন পেয়ে যাবেন এবং আপনি এক ক্লিকের মাধ্যমে ওইসব apps গুলো অফ করতে পারবেন।

7. UWB Support:–  এটি Andriod এবং Technology দুইদিক দিয়েই নতুন একটি পক্রিয়া যা Ultra-wideband অথবা UWB নামেও বলা যায়।এটির কাজ হলো এটি আপনার হারিয়ে যাওয়া যেকোনো গেজেটকে খুজে পেতে সহায়তা করে ওইসব গেজেট যেগুলোতে UWB সাপোর্ট করে।

8. Third-party Material You icons :- এই ফিচারটি Andriod !2 এর মধ্যেও ছিলো তবে Andriod 12 এর মধ্যে সবগুলো Icon Change হতো না কিন্তু Andriod 13 এর মধ্যে সবগুলো Apps আপনার থিম এর কালারের সাথে মিলে যাবে।

9. Quick Settings Placement API:- এই ফিচারটি Apps ব্যবহারে অনেক শর্টকার্ট করবে।মোবাইলের Apps গুলোকে আপনার কান্ট্রোল সেন্টারে নিয়ে যাবার জন্য আমন্ত্রণ জানাবে।

10. Clipboard improvements:– কোনো Text কবি করার পরে সেটির মধ্যে যদি কোনো মডিফাই বা নতুন কিছু এন্ট্রি অথবা ডিলেট করতে হয় তা করতে পারবেন খুব সহযেই।

11. Gameing:- গেমিং ফিচারে সব আগের মতই থাকছে তবে এই নতুন গেম মোডে আপনার CPU কে Maximam clockspeed provide করবে।যা গেমে খুব ভালো একটি এক্সপেরিয়েন্স দিবে।

12. Predictive back gestures:- 

13. More control over Notification:- অনেক Apps আছে যারা কিছুক্ষন পর পর শুধু বিরক্তিকর নোটিফিকেশন দিয়ে জ্বালায়।এখন থেকে Andriod 13 এর মধ্যে যেকোনো Apps এর মধ্যে ডুকার আগে আপনার থেকে পারমিশন চাইবে নোটিফিকেশনের।

 

ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন।কোনো কিছু না বুঝলে কমেন্ট করে অব্যশই জানাবেন।আজকের মতো আল্লাহ হাফেজ।

 

Facebook: Muhammad Rakibul Islam

WhatsApp: 01821329737

Email: mohammedrakib7040@gmail.com