অনেক দিন পর আবার হাজির হলাম আপনাদের মাঝে ৷ 

 

যারা টেক্সটাইল নিয়ে পড়া শুনা করে তাদের জন্য কাজে আসবে আমার পোস্ট গুলা ৷ 

তাছাড়াও যারা নতুন গার্মেন্টস এ কোয়লিটির কাজ করতে ইচ্ছুক তাদের জন্য খুব কাজের ৷

যারা আমার আগের পোস্ট গুলা দেখেননি তাদের জন্য শেষ দুইটা পোস্ট বাকিটা আপনারা প্রোফাই গিয়ে দেখে নিবেন কস্টকরে ৷

  [গার্মেন্টস ep-13] পকেট কত প্রকার ও কি কি?

[গার্মস ep-14] নেক ও কলার কত প্রকার এবং কি?

 

আজ আমি শিখাবো ডিফেক্ট বা অল্টার গুলার ছবি সহ নাম ৷

আমরা আগের পোস্ট এ দেখেছি যে, অল্টার তিন প্রকার (মাইনর,মেজর,ক্রিটিকাল) ৷ তবে তিন প্রকার অল্টার ভাগ করলে দেখা যায় অগনিত অল্টার ৷ 

একটি গার্মেন্টস এ অনেক অল্টার থাকে তার ভিতরে কমন কিছু অল্টার আছে যে গুলা প্রায় বডিতেই দেখা বা পাওয়া যায় ৷ 

 

০১) মাইনর অল্টার:

লুজ সুতা, সুতা, ফ্লাইং সুতা, আপ-ডাউন ইত্যাদি৷

দেখুন এই বডি গুলাতে আকটা সুতা গুলাই মাইন অল্টার৷ 

আপ ডাউন অল্টার


০২) ক্রটিকাল অল্টার:

রক্তের দাগ, লেবেল মিসিং, ফ্লাগ লেবেল মিসিং, রিজেক্ট, বার কোড, ভুল বার কোড, হার্ড স্পার্ট ইত্যাদি৷

আমরা দেখতে পাচ্ছ স্বপ্ন স্নাপ বটন না ক্রিটিকাল৷ 

নাম

আমরা দেখতে পাচ্ছি বডি হামের কাছে ওল হল এটা রিজেক্ট, ৷

 

০৩) মেজার অল্টার:

মেজর অল্টার অনেক ধরনের হয় তাই আমি ধাপে ধাপে আপনার সহযোগী শেয়ার৷ একটু ধর্য ধরে অপেক্ষা করুন 

স্কিপ স্টিচ, ব্রোকেন স্টিচ, ড্রপ স্টিচ, ওপেন সেয়াম, হল, নেডেল কাট, নেডেল আমেরিকা, লেভেল রেভার্স/উল্টা, লেবেল মিস্টেক, রায়জ, ইত্যাদি৷ 

আমি পরে পোস্টে মেজর অল্টার ছবি সহ পোস্ট পাবলিশ করবো ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
ধন্যবাদ ট্রিকবিডি ও আমার সাথে এত সময় দিবার জন্য৷

20 thoughts on "[গার্মেন্টস ep-23] ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ছবিতে ছবিতে অল্টার)"

  1. Avatar photo JM Sujon Contributor says:
    খুবই ভালো হয়েছে চালিয়ে যান…
    1. Avatar photo Shamim Author Post Creator says:
      দোয়া করেন ভাই
  2. Mahbub Pathan Author says:
    ভালো উদ্যোগ। তবে মাঝে মাঝে আমার মনে হয় বাক্যের পূর্ণতা পায়নি।
    1. Avatar photo Shamim Author Post Creator says:
      হ্যা হতে পারে, চেস্টা করবো বাক্য ভালো ভাবে পূর্নতা দিবার জন্য ৷ দোয়া করেন
  3. Avatar photo Trickbd Support Moderator says:
    আগের পর্ব কোথায়?
    1. Avatar photo Nazmul Islam Author says:
      copy post tai ager porbo nai.hahahhaah
    2. Avatar photo Shamim Author Post Creator says:
      Amar profile a chek korar kotha post a ollekh koresi. Tar pori boltesen ager porbo kothai khubui obak hoylam
    3. Avatar photo Shamim Author Post Creator says:
      @Nazmul Islam পোস্ট না পড়েই না দেখে উত্তর দেওয়া সঠিক নয় ৷
      আগের পর্বের কথা উল্লেখ আছে(যারা আমার আগের পোস্ট গুলা দেখেননি তারা প্রোফাই গিয়ে দেখে নিবেন কস্টকরে ৷)
      আমি যদি ১৪ পোস্টের কথা উল্লেখ করি তাহলে পোস্টের মান নস্ট হয়ে যাবে
    4. Avatar photo Trickbd Support Moderator says:
      পোস্টে পর্বের লিস্ট দিলে মানুষের খুঁজে পেতে সুবিধা হয়। আপনি এই সিরিজের আগের পর্ব লিখেছেন ২ বছর আগে। মানুষ কষ্ট করে কেন স্ক্রোল করে ২ বছর আগের পোস্ট আপনার প্রোফাইলে গিয়ে দেখবে? সিরিজ পোস্ট হলে লেখার নিয়ম ঠিক আগের পোস্টের লিংক নতুন পোস্টে দেয়া। যেমনঃ এইটা আপনার ১৫ নাম্বার পোস্ট, এই পোস্টে আপনি ১৪ এর লিংক দিবেন। এই ভাবে ১৪ নাম্বারে ১৩ এর পোস্টের লিংক। যেটা আগে ছিলো না পরে এডিট করে দিয়েছেন।
    5. Avatar photo Shamim Author Post Creator says:
      ধন্যবাদ ট্রিকবিডি সাপোর্স্ট টিমকে ৷ আপনাদের উপদেশ আমাকে খুবই গুরত্বপূর্ন ৷ আমার কাজে আসবে
  4. Avatar photo Ashraful Author says:
    গার্মেন্টস পর্ব ১৪? আগের পর্বগুলো কই?
    1. Avatar photo Shamim Author Post Creator says:
      মনে হয় পোস্ট না পড়েই উত্তর দিয়েছেন ৷
      পোস্টে অল্লেখ করা আছে আমার প্রোফাইলে গিয়ে দেখার জন্য অনোরোধ ৷ তারপর বলছেন আগের পর্ব কই?
      আমি আগের ১৪ পর্বের লিংক দেই তাহলে মুল পোস্টের থেকে পর্বের সিরিয়ার বেশি হবে ৷
      যাই হোক তবুও ভালো ৷
  5. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
    পর্বের তো সিরিয়াল নেই.!
    1. Avatar photo Shamim Author Post Creator says:
      ভালো করে পরার পরই কমেন্ট করা উচিত
  6. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    এটা কত দিন থেকে পর্ব চলছে ভাই?
    1. Avatar photo Shamim Author Post Creator says:
      ২১ সাল থেকে
    2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
      আচ্ছা
  7. Amer jonno ai post kono kajer nah vai post valo korun
    1. Avatar photo Shamim Author Post Creator says:
      Ok

Leave a Reply