Site icon Trickbd.com

গুগলের স্প্যাম আপডেটে করণীয় কি

Unnamed

আসসালামু আলাইকুম,

আশা করি প্রিয়
ট্রিকবিডিবাসির সবাই ভালো
আছেন।আমিও আল্লাহর
রহমতে আর আপনাদের
দোয়ায় ভালো আছি।

প্রিয়,
ট্রিকবিডির জন্য আজকে একটা পোষ্ট
লেখতে বসলাম।জানি না
আপনাদের কেমন লাগবে…..??

যদি পোষ্টটি পছন্দ হয়
তাহলে অবশ্যই পোষ্টে
লাইক ও কমেন্ট করবেন।

ব্লগার ভাইদের জন্য পোষ্টটি করা।
গুগলের স্প্যাম আপডেটে আমাদের ওয়েবসাইটে করণীয় কি?

২০২২ সালে গুগল সার্চ কন্সোল বেশ কয়েকবার আপডেট নিয়েছে।কিছু দিন আগে হেল্পফুল কন্টেন্ট আপডেট করেছে।এখন অক্টোবর মাসে আবার স্প্যাম আপডেট নিয়েছে।যদিও আপডেট কালকে শেষ হয়েছে।কিন্তু অনেকের সাইটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে।কারো কারো সাইট তো একদম ডাউন হয়ে পড়েছে।তাদের প্রতিদিন যেখানে গুগল থেকে ১০০ থেকে ১হাজার পর্যন্ত ইউনিক ট্রাফিক থাকতো, সেখানে বর্তমানে ১০ থেকে ৫০০ ট্রাফিক।এই আপডেটে কাদেরকে ধরছে গুগল? যারা ব্লাক হ্যাট এসইও করেছে।তাদেরকেই গুগল ধরে কিক মারতাছে।গুগল সকলের উপকারের জন্যই নিজেকে আপডেট করছে বার বার।তবে এই আপডেটে যাদে সাইটে ব্ল্যাক হ্যাট এসইও নেই তাদেরও এমন হয়েছে।এক্ষেত্রে বলবো আপনারা ধৈর্য্য ধরে অপেক্ষা করুন।কারণ অক্টোবরের শেষেই যদি সাইট ঠিক থাকে তবে আগের মতো হবে।
তবে যারা স্প্যাম স্কোর বেশি এরকম সাইট থেকে ব্যাকলিংক করাইছেন অথবা প্রোফাইল ব্যাকলিংক করছেন তাদের সাইট এখন ডাউন থাকতে পারে উক্ত আপডেটে।তবে মাসে শেষ হলেই অর্থাৎ নভেম্বরেই আবার স্বাভাবিক হয়ে যাওয়ার আশা করছি।আজ আর বেশি কিছু লেখলাম না।এখানেই বিদায় নিলাম।আনন্দ নিয়ে ব্লগিং করুন।আর আপডেট সম্পর্কে যেকোনো তথ্য মন্তব্য করুন।