Site icon Trickbd.com

SEO কি? কেন SEO শিখবেন? জেনে রাখুন।

আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

SEO জিনিসটা কি, এটি আসলে অনেকের অজানা রয়েছে। আমরা অনেক সময় শুনতে পাই এই শব্দটি। কিন্তু অনেকে জানে না এই SEO কি। আজকের আর্টিক্যালটি সম্পন্ন পড়লে SEO সম্পর্কে ধারনা পেয়ে জাবেন। তাই এই আর্টিক্যালটি সম্পন্ন পড়বেন।
এছাড়াও এই SEO শেখার গুরুত্বটা ও জানতে পারবেন।

SEO কিঃ-

অনেকে জানে না SEO আসলে মুলত কি।
SEO এর পুন্যরুপ Search Engine Optimization। SEO হলো এমন একটি সিস্টেম যার মাধ্যমে অনেক উচ্চ র‍্যাংকিংয়ে গুগল বা ইয়াহু,রিং উত্যাদি সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট, পেজ বা ইউটিউব ইত্যাদি প্রথমে নিয়ে আসা। আরো ভাল ভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদের, যাতে বোঝা আরো সহজ হয়। 
আমরা গুগল বা ইউটিউব এ কোনো বিষয় নিয়ে সার্চ করলে প্রথম পেজে যে রেজাল্ট আসে সেটির SEO করার কারনে প্রথম পেজে এসেছে।

আরো অনেক ভাল মানের কন্টেন্ট সেগুলো সার্চ র‍্যাংকিং এর নিচে এসেছে, কিন্ত SEO করার কারনে সেটি প্রথমে এসেছে।আশা করি SEO কি খুব সহজে বুঝতে পেরেছেন।

SEO কত প্রকারঃ-

SEO এর ও প্রকারভেদ আছে। SEO সাধারণত দুই প্রকার।

১) পেইড এসইও(Paid SEO)
২) অর্গানিক এসইও ( Organic SEO) 

SEO কেন এত গুরুত্বপূর্ণঃ-

SEO আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ,কারন SEO এর মাধ্যমে আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল সবার সামনে সবার উপরে আনতে পারবেন। ধরুন আপনি অনলাইনে একটি পেজের প্রডাক্ট বিক্রি করতে চান, এখন আপনার পেজটি SEO না করলে সবার উপরে যাবে না বেশি লোকদের সামনে না গেলে আপনার পেজে প্রডাক্ট ও সেল হবে না।
আপনি যদি আপনার পেজকে SEO করেন, তাহলে হাজার হাজার লোকদের কাছে আপনার পেজ যাবে, আপনার প্রডাক্ট যাবে এবং বিক্রি ও ভাল হবে।
বর্তমান ডিজিটাল এই যুগে SEO এর গুরুত্ব অনেক বেশি।

অনলাইনে SEO এর কাজ বায়ারদের করে দিয়ে আপনি অনেক টাকা ও উপার্জন করতে পারবেন। অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম আছে যেখানে এই SEO করে অনেক টাকা আয় এর ব্যাবস্থা আছে।
এছাড়াও আপনি নিজেই নিজের ওয়েবসাইট, ইউটিউব, পেজে SEO করে লাখ লাখ টাকা আয় করতে পারেন। এজন্য ইচ্ছাটাই হলো বড়। 

অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে SEO প্রশিক্ষণ দিয়ে থাকে। আপনি এটি শিখে আরো নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারবেন।

আশা করি SEO ( Search Engine Optimization) সম্পর্কে ধারনা পেয়ে গেছেন।

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-

Sk Shipon

ধন্যবাদ। 

Exit mobile version