Site icon Trickbd.com

আপনার ফোন কে ঠান্ডা করতে নিয়ে নিন আকর্ষণীয় কুলিং ডিভাইস!!

Unnamed

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রে স্মার্টফোন অনেক সহজলভ্য হয়ে পড়েছে আমাদের সকলের কাছে,, এবং এটি একটি গুরুত্বপূর্ণ বস্তু হিসেবে পরিচিত হয়েছে।

এবং বলা যাই,, আমাদের নিত্য দিনের বন্ধু বান্ধব থাকুক বা না থাকুক ফোন আমাদের এমন এক সঙ্গী যা ছাড়া আমাদের এক মুহুর্ত যেন চলে না।

দেখা যায় একটানা প্রায় ৭ থেকে ৮ ঘন্টা মানুষ ফোন এর পিছনে সময় দেই,, এবং যার ফলে দেখা যায় ফোন তার স্বাভাবিক তাপমাত্রা থেকে বেশি পরিমাণ হিট হয়ে যায়।

এবং দেখা যায় ফোন মাঝে মাঝে হ্যাং হয়ে পড়ে বা তার কার্যক্ষমতা কমে যায়।

যার ফল স্বরূপ মাঝ মাঝে শুনা যায় ফোন বিস্ফোরন ঘটিয়ে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হয়

এই সমস্যা থেকে মুক্তি দিতে ওয়ান প্লাস নিয়ে এসেছে এক দারুণ উপায় নিয়ে এসেছে। স্মার্ট ফোন কে ঠান্ডা করতে ওয়ান প্লাস নিয়ে আসলো কুলিং ডিভাইস।

বিশেষ করে দীর্ঘ সময় হাই রেজ্যুলেশন এর অ্যাপ ইউজ করলে বা অনেক সময় একটানা গেমিং করলে ফোন গরম হয়ে পড়ে।

এবং ফোন গুলোতে অনেক সমস্যা এর সৃষ্টি হয়, তাই ফোন যখন গরম হয়ে যাবে সেই সময় এই কুলিং সিস্টেম এর ডিভাইস ফোন কে

৬ থেকে ৭ মিনিটের মধ্যেই ঠান্ডা করে দিতে সক্ষম, এবং ফোন আবারো তার কার্যক্রম অক্ষুন্ন রাখতে পারবে।

এই কুলিং সিস্টেম ডিভাইস টি বিশেষ করে মাল্টি টাস্কিং গেম যারা খেলেন বা হেভি ইউজার দের জন্য বেশ কাজে দিবে।

ফোন এর তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস পরিমাণ কমিয়ে দিতে পারে এই ওয়ান প্লাস এর এই কুলিং ফ্যানটি।

এই ফ্যান এর বিশেষ আরেকটু উপকারী দিক হলো,, আপনার ফোন কেমন গরম হয়ে আছে সেই অনুযায়ী আপনি কুলার সেট করে নিতে পারেন।

এবং চাইলে ইনস্ট্যান্ট কিছুক্ষন এর মধ্যেই ফোনটি কে ঠান্ডা করে নিতে পারেন,, আপনার নিকটস্থ ওয়ান প্লাস শো রুম থেকে চাইলে আপনারা

এই কুলিং ফ্যান ডিভাইস টি নিতে পারেন, বাংলাদেশী টাকায় এই কুলিং ডিভাইস এর দাম পড়বে 1480 টাকা এ মত।

তো, দেরি না করে এখনি নিয়ে নিন আপনার ওয়ান প্লাস শো রুম থেকে এই আকর্ষণীয় কুলিং ফ্যানটি,, আপনার ফোন কে ঠান্ডা রাখতে।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

Exit mobile version