Site icon Trickbd.com

হোয়াটসঅ্যাপ আনছে লক কনভারসেশন সুবিধা!! জেনে নিন বিস্তারিত

Unnamed

আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম আমি অভি আছি আপনাদের সাথে।

সবাইকে জানাই রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে ?

বর্তমান দুনিয়া হলো প্রযুক্তির দুনিয়া,, প্রযুক্তির কল্যাণে সব কিছু হাতের নাগালে চলে এসেছে আমাদের সবার।

আগে বন্ধু বান্ধব সবার সাথে আড্ডা দিতে হলে সামনাসামনি এসে আড্ডা দিতে হতো, কিন্তু সোশ্যাল মিডিয়া এর কল্যাণে যেকোনো জায়গা তে বসে সবার সাথে যোগাযোগ রাখা যায়

বর্তমানে সোশ্যাল মিডিয়া এর জন্য হোয়াটসঅ্যাপকে বেশি ব্যাবহার করছে তরুণ প্রজন্ম। বন্ধু বান্ধব সহ পরিচিত জনদের সাথে যোগাযোগ করা যাচ্ছে সহজেই।

আবার কিছু ক্ষেত্রে ব্যবসায়িক কার্যক্রম গুলোও আজকাল হোয়াটসঅ্যাপ দিয়ে করা হয়।

কিন্তু দেখা যায় হোয়াটসঅ্যাপ চালু করলেই যার সাথে চ্যাট করা হয় তার নাম নাম্বার সব কিছু দেখা যায়।

যার ফলে ফোন এর ব্যাবহারকারী ছাড়াও অন্য কেউ ফোন চালু করে হোয়াটসঅ্যাপ ওপেন করলেই সব দেখতে পায়।

যা ব্যবহারকারীদের ব্যাক্তিগত গোপনীয়তা কে বাধার মুখে ফেলেছে, এই সমস্যা সমাধান এর জন্য হোয়াটসঅ্যাপ “লক কনভারসেশন” সুবিধা চালু করতে যাচ্ছে।

এটি চালু হলে এক বা একাধিক ব্যক্তি এর সাথে কথা বলার সময় আপনার দরকারি ব্যাক্তিদের সাথে কথা বলার ইনবক্স কে আপনি চাইলে লক করে দিতে পারেন।

শুধু মাত্র আপনার আঙ্গুল এর ছাপ দিয়েই এই লকটি খুলা সম্ভব হবে, অন্য কেউ হাজার চেষ্টা করেও পারবে না।

যার ফলে ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি অনেক কম হয়ে যাবে। এবং সবকিছু নিরপদ থাকবে। তৃতীয় কোনো ব্যক্তি খুব সহজেই সেটির অ্যাকসেস আপনার অনুমতি ছাড়া নিতে পারবে না।

পরীক্ষামূলক ভাবে অ্যান্ড্রয়েড এর লেটেস্ট আপডেটেড ভার্সন দিয়ে হোয়াটসঅ্যাপ এই লক কনভারসেশন সুবিধা টা চালু করবে।

জানা যাচ্ছে এই বছর এর দিকে লক কনভারসেশন ফিচারটি সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

Exit mobile version