আসসালামু আলাইকুম
আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

আমরা অনেকেই intro card সম্পর্কে জানি বা দেখেছি ফেইসবুকে।

এটা হলো Digital বা smart visting card।

কাগজের Visiting Card আমরা পেলে দেই, সাথে অনেক কার্ড না থাকায়,অনেককে দিতে পারিনা।

এই কার্ডি ফোনে টার্স করলে আপনার সব ডিটেলস তার ফোনে চলে যাবে।

এটি এমন কার্ড আমাদের অনেকের ইচ্ছে বানানোর,অথবা জানার ইচ্ছে কিভাবে বানায়।

এই ট্রিক্সটি ফলো করার পর,আপনি নিজেই বানাতে পারবেন।

তো বন্ধুরা আমি আজকে আপনাদের পুল প্রসেস নিয়ে আজকে আলোচনা করবো।

তো চলুন শুরু করা যাক……….

————————————————————

১ম ধাপ Nfc business card website ডিজাইন।

————————————————————

প্রথমে এই Playstore থেকে এপ্সটি ইন্সটল করেনিন। install ক্লিক করুন

তারপর নিজের মতো করে ডিজাইন করেনিন। ছবির মতো

 

 

বন্ধুরা ডিজান আলোচনা করা সম্ভব নয়।
তাই এই ভিডিওটি দেখতে পারেন।

ভিডিও দেখতে Play তে ক্লিক করুন…

 ————————————————————

২য় ধাপ,যে ভাবে nfc card এ লিংক input করবো।

——————————————-

প্রথমে আমরা  playstore থেকে  NFC TOOL এপ্সটি ইন্সটল করেনিবো।

এবার বন্ধুরা নিছের ছবি গুলি ফলো করুন,এবং সে অনুযাই কাজ করুন।

এপ্সটি ওপেন করার পর nfc card দিয়ে ফোনে টার্স করুন ।

দেখবেন ছবির মতো NFC Tag detected লিখা আসবে। এবং এই কার্ডের ইনফর্মেশন দেখতে পাবেন ।

এবার WRITE ক্লিক করুন ।

 

 

এবার Add a record ক্লিক করুন ।

 

এবার Custom URL / URI ক্লিক করুন

 

 

এবার খালি ঘরে লিংক দিয়ে , Ok তে ক্লিক করুন।

 

 

 

এবার Write / 28 Bytes ক্লিক করুন।

 

 

এবার Approach an NFC Tag এই লিখাটি আসলে আপনার কার্ডটি দিয়ে ফোনে টার্স করুন।

 

 

আপনার কার্ডটি দিয়ে ফোনে টার্স করলে , গ্রীন টিক আসলে বুঝবেন কার্ডে লিংকটি যুক্ত হয়েছে।

 

 

আপনার কার্ডটি দিয়ে ফোনে টার্স করুন,দেখবেন আপনার কাংখিত ওয়েবসাইট চলে আসছে।

 

 

 

২য় ধাপ বুঝতে সমস্যা হলে,এ ভিডিওটি দেখতে পারেন।

ভিডিও দেখতে Play তে ক্লিক করুন…

 

ধন্যবাদ ।

ইনশা আল্লাহ আবার আসবো নতুন কোন ট্রিক্স নিয়ে। ভালো থাকুন ধন্যবাদ ।

 



10 thoughts on "এবার নিজের NFC Smart Business Card নিজেই তৈরী করুন, How to make NFC Smart Business Card"

  1. উপকারী পোস্ট, তবে পোস্ট আরো গোছালো হওয়া উচিত।
    1. gazizihad82 Author Post Creator says:
      এই ট্রিক্সটি ২পর্বে হতো,একপর্বে লিখছি। বেশি লিখলে বিরক্ত লাগবে পরতে তাই।
    2. DjSHasan Contributor says:
      এখন কথা হচ্ছে যাদের ফোনে NFC নাই কিন্তু কাড বানিয়ে রাখতে চাচ্ছে,তারা কি করবে।এখানে NFC টুলস যে app টা দিয়েছেন এটা ইনষ্টল করতে পারছিনা। আর unlimited card বানানো যাবে?
    3. gazizihad82 Author Post Creator says:
      @DjSHasan ভাইয়া আপনার ফোন অবশ্যই nfc supported হতে হবে। আর হে আপনি আনলিমিটেড পারবেন। আবার চাইলে একই কার্ডে বার বার তথ্য পরিবর্তন করতে পারবেন।
  2. kdsm Contributor says:
    Atar kaj ki
    1. gazizihad82 Author Post Creator says:
      intro card, digital business card
    1. gazizihad82 Author Post Creator says:
      thanks
  3. Asim Zim Contributor says:
    Vai,

    Bolchilam je NFC card jodi karo phone a touch kori and tar phone a jodi Internet Data na thake tahole ki amar information tar phone a show korbe?

    1. gazizihad82 Author Post Creator says:
      jodi website linkup koren tahole hobena, r jodi html file koren tahole hobe….

Leave a Reply