Site icon Trickbd.com

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার পদ্ধতি।

যারা অনেক আগে জন্ম নিবন্ধন করেছেন তাদের জন্ম নিবন্ধন বাংলা ভাষায় করা হয়েছিল। অনেকেরই আবার সেগুলো টাইপিংয়ের পরিবর্তে হাতে লেখা। কিন্তু বর্তমানে বিভিন্ন কাজে এটি বাংলার পশাপাশি ইংরেজি থাকা বাধ্যতামূলক।

আপনি যদি আপনার জন্ম নিবন্ধন টি অনলাইন করতে চান তাহলে নিচের আর্টিকেল টি পড়তে পারেন

২০২৩ সালে পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

আজকে আমরা জন্ম নিবন্ধন ইংরেজি করার বিস্তারিত নিয়ে আলোচনা করবো।

জন্ম নিবন্ধন ইংরেজি আছে কিনা যাচাই

প্রথমে আপনার জন্ম নিবন্ধন টি যাচাই করতে হবে সেটি ইংরেজি তে আছে কি না। যদি না থাকে তো ইংরেজি করার জন্য আবেদন করতে হবে।

সে ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন টি অনলাইন করা থাকতে হবে। সেটি নিয়ে আমি আগেই পোস্ট করেছি।

কিভাবে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করবেন?

নিচে সম্পূর্ন নিয়ম বিস্তারিত আলোচনা করা হলো।

ধাপ ১ঃ জন্ম নিবন্ধন ওয়েবসাইটে ভিজিট করুন

https://bdris.gov.bd/br/correction

ধাপ ২ঃ নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে আপনার জন্ম নিবন্ধন বের করুন

নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে আপনার জন্ম নিবন্ধন বের করুন

ধাপ ৩ঃ নিবন্ধন কার্যালয়ের ঠিকানা বাছাই

জন্ম নিবন্ধন কার্যালয়ের ঠিকানা

সব তথ্য ঠিকঠাক থাকলে পরবর্তী‘ লেখা বাটনে ক্লিক করুন।

ধাপ ৪ঃ ইংরেজি তথ্যসমূহ যুক্ত করুন

জন্ম নিবন্ধন ইংরেজি করার তথ্য যুক্ত করুন

ধাপ ৫ঃ জন্মস্থানের ঠিকানা ইংরেজিতে লিখুন

জন্মস্থানের ঠিকানা দিন

ধাপ ৬ঃ আবেদনকারীর তথ্য

সর্ব প্রথম জানতে চাওয়া হবে

আবেদনাধীন ব্যক্তির সাথে সম্পর্ক‘।

এক্ষেত্রে যেহেতু আপনার আবেদন আপনি করছেন তাই ‘নিজ‘ সিলেক্ট করে দিন। নিজ সিলেক্ট করলে আপনার বয়স ১৮ এর বেশি হলে আবেদনকারীর নাম অটোমেটিকভাবে পূরণ হয়ে যাবে।

আবেদনকারীর তথ্য

মনে রাখবেন, পিতা মাতা ছাড়া অন্য কেউ আবেদনকারী হলে তার NID নম্বর দিতে হবে। তাই নিজ সিলেক্ট করাই ভালো।

এরপর আপনার মোবাইল নম্বর দিন। এখানে আপনি আবেদন রিলেটেড ম্যাসেজ পাবেন। +880 আগে থেকেই দেওয়া থাকবে। তাই ফোন নম্বর দেওয়ার ক্ষেত্রে 0 বাদে বাকি সংখ্যাগুলো লিখবেন। যেমনঃ 176896***85

৭ম ধাপঃ সংযুক্তি যুক্ত করুন

এখানে সংযোজন নামের একটি অপশন পাবেন। সেটি তে ক্লিক করে আপনার ইংরেজি তে রয়েছে এমন কোনো সার্টিফিকেট দিতে হবে

৮ম ধাপঃ পেমেন্ট এর মাধ্যম

উপরের ধাপটি শেষ করার পর নিচের দিকে ‘পেমেন্ট এর মাধ্যম‘ নামক একটি সেকশন পাবেন। সেখানে ২ টি অপশন থেকে ‘ফি আদায়‘ অপশনটি সিলেক্ট করুন।

সকল তথ্য ঠিক আছে কিনা একবার ভালোভাবে দেখে নিন। সব ঠিকঠাক থাকলে নিচে থেকে ‘সাবমিট‘ বাটনে ক্লিক করে আপনার আবেদনটি জমা দিন।

সাবমিটে ক্লিক করার পর আপনার আবেদন নম্বর ও আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ দেখতে পাবেন। নম্বরটি কোথাও লিখে রাখুন। আবেদন কপিটি প্রিন্ট করার একটি অপশন পাবেন। ‘আবেদন প্রিন্ট করুন‘ বাটনে ক্লিক করে সেটি প্রিন্ট করে নিন।

৯ম ধাপঃ আবেদন পত্রের কপিটি জমা দিন

আবেদন কপিটি প্রিন্ট শেষ হলে সেই কপিটি নির্ধারিত তারিখের পূর্বে আপনার ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশনে জমা দিতে হবে। একইসাথে সংযুক্তি ধাপে যেই ডকুমেন্টগুলো সংযোগ করেছিলেন সেগুলোর একটি করে ফটোকপি নিয়ে জমা দিবেন।

এই টাইমে আপনাকে ফি ও দিতে হবে। পরে কর্তৃপক্ষ আপনার আবেদন টি সংশোধন করে ইংরেজি করে দিবে।

জন্ম নিবন্ধন ইংরেজি করার ফি

জন্ম নিবন্ধনের জন্য সরকার হতে ১০০ টাকা ফি বরাদ্দ করা হয়েছে।

 

তো এই ছিলো ২০২৩ সালের নিয়ম অনুসারে জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম। পোস্ট টির কোথাও কোনো ভুল হলে কমেন্টে জানাবেন। ভালো লাগলেও কমেন্টে জনাবানে। 

এতক্ষণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Exit mobile version