Site icon Trickbd.com

কী-ওয়ার্ড কি ও কত প্রকার?

Unnamed

What is keyword?

একটি সাইটের পরিপূর্ণ এসইও অসম্পর্ণ থাকবে যদি উক্ত ওয়েবসাইটের পোস্ট বা কতকগুলো ওয়ার্ড র্যাংক না করানো যায়।আর ওয়ার্ডগুলা র্যাংক করতে অথবা সার্চ কন্সোলের ডাটায় নিয়ে আসার জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে নিয়মিত আর্টিকেল পাবলিশ করা।আপনার ব্লগে শুধু প্রতিদিন কন্টেন্ট প্রকাশ করলেই যে ব্লগটি গুগল কিংবা সার্চ ইঞ্জিনে র্যাংক করবে এই ধারণা ভুল।আপনাকে অবশ্যই গুগলের গাইডলাইন মেনে এরপর কাজ করতে হবে।আর অনপেইজ এসইও কিংবা অফ পেইজ এসইও উভয় ক্ষেত্রেই গুরুত্ব রাখে কীওয়ার্ড।অর্থাৎ কীওয়ার্ড রিসার্চ করা ছাড়া পোস্ট লিখে লাভ খুব বেশি নাই।কারণ সাইটে আপনি ট্রাফিক নাও পেতে পারেন।তাই অর্গানিক ভিজিটর পেতে হলে, কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট লেখার কোনো বিকল্প নেই।

কীওয়ার্ড অর্থ কি এবং কত প্রকার?

ওয়ার্ড শব্দের বাংলা হচ্ছে শব্দ আর কী অর্থ চাবি।তবে এক্ষেত্রে পুরো শব্দটি এমন কিছু শব্দকে বুঝায় যেগুলো গুগলের মতো সার্চ ইঞ্জিনগুলাতে নিয়মিত খুঁজে থাকেন লোকজন।অর্থাৎ উক্ত শব্দের সার্চ ভলিউম ও সিপিসিটাই হলো আসল।যেমনঃ আমি একটা আর্টিকেল তৈরি করবো এজন্য গুগলে একটা টপিক লিখলাম” কিভাবে চিকন হওয়া যায় ” এই শিরোনামে একটা শব্দ দেখলাম ‘চিকন হওয়ার উপায়’।এখানে পরের লাইনটা হচ্ছে কীওয়ার্ড।অর্থাৎ ঐশব্দকে টার্গেট বা ফোকাস শব্দ হিসেবে আমি ব্যবহার করতে পারবো।
কত প্রকারের কীওয়ার্ড রয়েছে?

শর্ট ও লং টেইল, প্রোডাক্ট ডিফাইন, লং টার্ম ইভারগ্রীন, এলএসআই ওয়ার্ড, কাস্টমার রিভিউ, শর্ট টাইম ফ্রেস কিওয়ার্ড প্রভৃতি শব্দ রয়েছে।
পরবর্তী পোস্টে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে।
প্রথম প্রকাশ what is keyword?

Exit mobile version