আশা করি ভাল আছেন। আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম সর্বোচ্চ এবং সর্বনিম্ন করে বেধে দেয়ার পরিকল্পনা করছে সরকার।
সোমবার ‘বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ইন্টারনেট ব্যান্ডউইথের দাম পর্যায়ক্রমে কমিয়ে নিয়ে আসছে। এখন ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ৬২৫ টাকা ঠিক করা হয়েছে।
তিনি বললেন, গত ৬ আগস্ট ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় সবার কাছে ইন্টারনেট পৌঁছাতে দাম কমিয়ে আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যার পরিপ্রেক্ষিতে আমরা কাজ করছি। আমরা শিগগিরই ইন্টারনেটের সাথে যুক্ত সরকারী-বেসরকারি সব স্টেক হোল্ডারদের নিয়ে বসবো। সেখানে ভয়েস কলের মতো ইন্টারনেটের দামও বেধে দেয়ার কথা ভাবা হচ্ছে।