আজকে আমি আপনাদের YouTube এর কিছু ম্যাজিক দেখাবো যা হয়তো অনেকেরি অজানা যাকে বলে লুকনো ট্রিক।
ইন্টারনেট ব্যবহার করে অথচ YouTube কী তা যানে না এরকন মানুস আপনি সহজে খুঁজে পাবেন না।
YouTube বর্তমানে পৃথিবীর তৃতীয় জনপ্রিয় সাইট যার গুগল এবং ফেসবুক এর পরেই, প্রতিদিন কয়েক মিলিয়ন মানুষ ইউটিউব ভিডিও দেখে,
সে যাই হক বেশী কথা না বলে সরাসরি আজকের টিউন এ ফিরে আসি।
আগে বলে রাখি এর ট্রিক গুলো শুধু মাত্র ডেক্সটপ এ কাজ করে মোবাইল বা ইউটিউব অ্যাপ এ কাজ করবে না।
তো চলুন দেখা যাক YouTube ম্যাজিক
ম্যাজিক নং ১)
প্রথমে এই লিঙ্ক এ চলে যান বা ইউটুব.কম খোলেন,
এবার সার্চ বার এ Doge meme লিখে সার্চ দিন আর দেখুন ম্যাজিক, আপনার ইউটিউব এর ফ্রন্ট স্টাইল আর কালার পরিবর্তন হয়েগেছে নীচের ছবির মতো।
ম্যাজিক নং ২)
এবার সার্চ বার এ Beam me up Scotty লিখে সার্চ দিন বা এন্টার এ চাপ দিন, দেখবেন আপনার ইউটিউব স্ক্রিন এ বৃষ্টির মতো এফেক্ট উপর থেকে নীচের দিকে পরছে।
স্ক্রীন সট টি দেখুন,
ম্যাজিক নং ৩)
এই ম্যাজিকটা খুব মজাদার Use the Force Luke লিখে সার্চ দিন বা এন্টার চাপুন, আপনার ইউটিউব অ্যানিমেটেড হয়ে যাবে ভিডিও এর সঙ্গে টেক্সট গুলো স্ক্রীন এ ভাসতে থাকবে।
স্ক্রীন সট টি দেখুন,
ম্যাজিক নং ৪)
এবার আসি সবথেকে মজাদার ম্যাজিক এ এটা আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, এই ম্যাজিক এ ইউটিউব গানের তালে তালে নাচতে থাকবে।
ম্যাজিকটি দেখার জন্য আপনাকে সার্চ বারে Do the Harlem Shake লিখে সার্চ দিতে হবে কিছুক্ষণের মধ্যে একটা গান বাজবে আর ইউটিউব নাচবে।
টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।