আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।
এন্ড্রয়েড ব্যবহারকারীরা আজ থেকে সব “Launcher” কে গুডবাই বলবেন – আমার বিশ্বাস এই launcher টি হবে আপনার প্রিয় launcher।
Launcher ব্যবহারের অভিজ্ঞতা সকলের আছে । কিন্তু আজকে আপনাদের জন্য একটি launcher উপহার দিলাম । যার মূল্য মাত্র ১৭ ডলার প্রায় । এটি সম্পর্কে বলার কিছু নেই ।
ইন্সটল দেওয়ার পর যখন আপনি launcher ওপেন করবেন তখন যে অপশন গুলো দেখাবে তা মনযোগ সহকারে দেখুন ।launcher থিম সেটিং থেকে আপনি ইচ্ছামত থিম সিলেক্ট করুন ।
নিচের লিংক থেকে download করুন । ইন্সটল দেওয়ার পর অপশন গুলো দেখে দেখে কাজে লাগান ।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় ট্রিকবিডি এর সাথেই থাকুন।