Site icon Trickbd.com

আপনার ফোনের ডাইয়ালপ্যাড এবং কন্টাক্ট লিস্ট এর থিম পরিবর্তন করুন খুব সহজেই একটি এপ্সের মাধ্যমে

Unnamed

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
আমরা আমাদের ফোনের সবচেয়ে বেশি যে এপ্সগুলা ব্যবহার করি তার মধ্যে Phone এবং Contact অন্যতম।
তো প্রায় সবসময় ব্যবহার করার ফলে বার বার একই থিম দেখতে ভালো লাগেনা। একটু ভিন্নতা আনতে পারলে ভালো হতো। যারা ফোন রুন করেছে তাদের তো কোনো সমস্যাই নাই, যখন তখন সব কিছু চেন্জ করতে পারছে কিন্তু যারা রুট করে নাই তাদের জন্য আমার এই ট্রিক্স।
তো চলুন:
প্রথমে Playstore এ গিয়ে সার্চ দেন exDialer লিখে এবং প্রথম এপ্সটিই ডাউনলোড করে নিন।

তারপর ওপেন করে দেখুন আপনার ফোনের ডাইয়ালপ্যাড Show করবে।
এখন নিচে দেখানো কন্টাক্ট চিন্হতে ক্লিক করুন

এখন আপনার কন্টাক্ট লিস্ট শো করবে, আপনি ডান দিকে নিচের কোনায় তিন ফোটা তে ক্লিক করুন

তারপর Preferences এ ক্লিক করুন

নিচের মত আসলে Theme এ ক্লিক করুন

এখন নিচের মত অনেক গুলা Themes দেখতে পাবেন, আপনি আপনার পছন্দমত সিলেক্ট করুন। আমি Crystal
সিলেক্ট করলাম।

Apply Theme এ ক্লিক করুন

তারপর ব্যাক এ এসে দেখুন ডাইয়ালপ্যাড এবং কন্টাক্ট লিস্টের থিম পরিবর্তন হয়ে গেছে। নিচে দেখুন

কন্টাক্ট লিস্ট

আরো দেখুন


এখন আপনার ফোনের সাথে থাকা Phone এবং Contact এপ্স দুইটা হোমপেজ থেকে সরিয়ে ফেলুন। আর এপ্সলিস্টে দেখুন নতুন phone এবং contact নামে দুইটা এপ্স আসছে সেই দুইটা long press করে হোমপেজে নিয়ে আসুন।
নতুন স্টাইলের থিমের জন্য প্লেস্টোর থেকে exDailer Theme গুলা ডাউনলোড করতে পারেন।
ধন্যবাদ, ট্রিকবিডির সাথেই থাকুন