Site icon Trickbd.com

আজ আমি আপনার দেখাব কীভাবে Android Samsung Galaxy[ Non Supported Theme Option ] তে Theme Enable করা যায়।

Unnamed

আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম।

আজ আমি আপনার দেখাব কীভাবে Samsung Galaxy তে Theme Enable করা যায়

যদি আগে এই পোষ্ট হয়ে থাকে তাহলে আমাকে মাফ করবেন।

আমাদের অনেকের Samsung Phone টিতে Theme option থাকেনা। বিশেষ করে Samsung Galxy J1, J2, J2 Lite, On 7 max. আর পুরাতন Phone গুলোতে সাধারণত Theme option থকেনা।

কিন্তু আজ আমরা আমাদের Phone এ Theme এর মজা নিব। আর কথা বাড়াবো না কাজ শুরু করি।

প্রথমে দেখুন আমার Phone কোন Theme Option নাই।

সুতরাং আপনাদের যা লাগবে:

1 Rooted Android Device

2 Galaxy Icon Themer[Root].apk

3 যেকোন icon pac.

প্রথমে আপনারা Galaxy Icon Themer[Root].apk টি ডাউনলোড করে নিবেন।
তারপর এই App টিতে ঢুকুন। এবং কোণার দিকে On option আছে। এটি অন করে দিন এরপর Root Permission চাইবে। নিচের মতো

Root Permission দিন।

এখন যেকোন একটি icon pac install করুন। আমি GS8.apk এই icon pac install করলাম।

এরপর আপনি আবার Galaxy Icon Themer[Root].apk টি তে ঢুকুন এবং দেখুন যেই icon pac আপনি install করেছেন তা দেখতে পাবেন।

আমি GS8.apk এই icon pac install করেছিলাম তো আমি এটি দেখতে পারছি।

এখন যেই icon pac install করেছেন তার অপর click করুন। নিচের মত দেখতে পাবেন।

এইবার ফোন Reboot দেন। আর Enjoy


না বুঝলে ভিডিও দেখুন। আমার Chanel এ আর কয়েকটি

ভাল ভিডিও আছে। দয়া করে দেখবেন আর Subscribe করবেন।

আমার Website

Exit mobile version