আসসালামু আলাইকুম!
আমি আবারো আপনাদের সামনে হাজির হয়েছি একটি অসাধারণ ব্লগার টেমপ্লেট নিয়ে। টেমপ্লেটটি অসাধারণ, ১০০% রেস্পন্সিভ থীমস। আমি নিজেও এই থীমস ইউজ করি। সব চেয়ে বড় সুবিধা হচ্ছে এই থীমের কোডিং চেঞ্জ করা লাগে না, আপনার যা চেঞ্জ করার প্রয়োজন তা এডমিন লে-আউট থেকে সহজেই পরিবর্তন করতে পারবেন।
থীমসফরেস্ট এ এই থীমের দাম ২১ ডলার।
টেমপ্লেটের পরিচিতি
- টেমপ্লেটের নাম: Sevida
- লেটেস্ট ভার্ষনঃ ১.৭
- থীম লে-আউটঃসাইডবার, কলাম, ফুটার কলাম, থীমস দেখতে অনেকটা ওয়ার্ডপ্রেসের মত, ফিক্সেড সাইডবার, হেডার বেনার, টপ নেভিগেশনবার, রাইট সাইডবার, এই থীম দিয়ে মেগাজিন, নিউজ, ব্লগিং আরো অন্যান্য ক্যাটাগরির সাইট বানাতে পারবেন।
BLOGGER TEMPLATE FEATURES :
- 100% রেস্পন্সিভ
- অটো স্লাইড শো
- মেনুয়ালী স্লাইড শো
- থীমসের বেকগ্রাউন্ডসহ সব কিছুর কালার চেঞ্জ করা
- অটো রিড মোর পোস্ট অর্থাৎ অন্য সাইটের লিঙ্ক ও রিড মোর এ ডুকাতে পারবেন
- Ajax এর মাধ্যমে পোস্ট লোডিং সুবিধা।
- Ajax এর মাধ্যমে নেভিগেশন সুবিধা।
- লিস্ট এবং গ্রিড অভয় ভাবে পোস্ট দেখানোর সুবিধাদ
- স্ক্রলিং নিউজ টিকেট।
- ফটো গ্যালারি, ভিডিও গ্যালারী
- এসইও করা
- ফেইসবুক, ব্লগার, ডিসকাস এর মাধ্যমে কমেন্ট করার সুবিধাদ
- কাস্টম ৪০৪ রেডি
- ড্রপডাউন মেনু, এড প্লেস রেডি
- প্রপেশনাল এডমিন লে-আউট
- কোন ইনক্রাপ্টেড কোড নেই তাই ইচ্ছামত ফুটার ক্রেডিট চেঞ্জ করতে পারবেন।
এই গেলো টেমপ্লেট ফিচার। আরো অনেক টেমপ্লেট ফিচার আছে তা হয়তো আমার জানা নায়। জাস্ট একটি কথাই এই থীমসের জন্য প্রযোজ্য, জাস্ট ওয়াও।
ডাউনলোড সেভিদা থীমস ফ্রী XML ফাইল
ডাউনলোড সেভিদা থীমস ফ্রী ZIP ফাইল
এটেনশনঃ প্রথমে হয়তো আপনি টেমপ্লেট সেটআপ করার নিয়ম নীতি বুঝবেন না তাই ZIP ফাইলের সাথে এটাচ করা Document পড়ে নিবেন অথবা এই লিঙ্ক থেকেও বুঝতে পারবেন।
কোন সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে যান, ইনশা আল্লাহ সল্ভ করার চেষ্টা করব।
আমি নতুন ট্রিক বিডি টিউনার তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।