Site icon Trickbd.com

Banglatech বাংলাটেক স্টাইল ওয়াপকিজ টেমপ্লেট ডাউনলোড করুন ফ্রিতে

Unnamed

প্রিয় ওয়াপকিজ ইউজাররা আপনারা কেমন আছেন?
নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকারই কথা কারন আমি প্রতিদিনই নতুন ও সুন্দর সুন্দর থিম শেয়ার করে থাকি যা আপনার মনকে করে তুলবে সুন্দর।
আর সেই ধারাবাহিকতায় আজকে আমি আবারো একটি থিম নিয়ে এলাম যা আপনার পচন্দ হতে পারে।
এই টেমপ্লেটটি বানানোর একটি পটভুমি আছে যেটি একজন ছোট ভাই আমাকে ট্রিকবিডিতে অনুরোধ করেছিল এই টেমপ্লেটটি বানিয়ে দেওয়ার জন্য।
আর আমি উনার কথা মাথায় রেখে এই টেমপ্লেটটি ২ দিনে বানিয়ে এখানে পোস্ট করছি।
এই টেমপ্লেটটি আসলে বাংলাটেক.ইনফো সাইটের থিমটিকে ক্লোন করেছি যেটিতে আপনি ব্লগিং করতে পারবেন।
এই টেমপ্লেটটি এসইও সমৃদ্ধ একটি রেস্পন্সিব থিম যেটিতে মোবাইল ও ডেস্কটপ ভার্সন দুটোই আছে।
আপনি যদি পিসি মানে কম্পিউটারে ব্যবহার করেন তবে থিমটিতে সাইডবার সহ অন্যান্য ফিচার দেখা যাবে।
আবার আপনি যদি মোবাইল দিয়ে ব্যবহার করেন তবে এটিতে মোবাইল ভার্সন দেখা যাবে।
যাই হোক এটি নিয়ে অনেক কথাই বলেছি এবার দেখে নিন এটির কী কী ফিচার আছে।

থিমের ফিচার্সঃ

আসলে থিমটির বর্তমান ভার্সন হচ্ছে ১ যেটি পরবর্তীতে আরো আপডেট করা হবে যেটিতে আরো অনেক ফিচার্স যোগ করা হবে।
সময় হাতে কম থাকায় অনেক ফিচার্স যোগ করতে পারিনি।

ডাউনলোডঃ

আমি থিমের ফাইলটি গুগল ড্রাইভে রেখেছি যেটি আপনি সহজেই ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন।
Download

থিমের কিছু স্ক্রিনশটঃ

থিমের কিছু স্ক্রিনশট নিচে দিয়ে দিলাম যাতে আপনারা থিমটি কেমন সেটি দেখতে পারেন।
হোমপেইজঃ
নেবভারঃ
ফুটারঃ
জনপ্রিয় পোষ্টঃ

পোষ্ট বডিঃ

অথবা থিমের ডেমো লিংক থেকে ডেমো দেখতে পারেন।Demo

শেষ কথাঃ

থিমটির ভার্সন এখন ১ তাই থিমে বেশি কিছু ফিচার নাই তবে যে ফিচারগুলো আছে সেটি আপনার পচন্দ হতে পারে।
পরবর্তী আপডেটে আরো ফিচার যুক্ত করা হবে যেগুলো আপনার পচন্দ হতে পারে।
তো থিমটি ডাউনলোড করে আপনার ওয়েবসাইটের কাজ শুরু করে দিন।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Please visit my website

Exit mobile version