আসসালামু আলাইকুম!
উপরের টাইটেল দেখে নিশ্চই অনুধাবন করতে পেরেছেন আজকের পোস্টের টপিক সম্পর্কে! হ্যাঁ,ঠিকই ধরেছেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের শেখাবো কিভাবে খুব সহজেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইট তৈরি করবেন।
আপনারা সকলেই জানেন যে,বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ।সবাই চায়,নিজেকে সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে উপস্থাপন করতে,এরই ধারাবাহিকতাই বেড়েই চলেছে এর উপর ভিত্তি করে মার্কেটিং ব্যবস্থা।যাকে কাজে লাগিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সার্ভিস বিক্রি করে ইনকাম করতে পারবেন।
তো বেশি কথা না বলে মূল প্রক্রিয়াতে চলে যাচ্ছি।
তো আমরা যে স্ক্রিপ্টটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইটটি তৈরি করবো,সেটার জন্য আপনাকে অবশ্যই ভালো একটি হোস্টিং ব্যবহার করতে হবে।
ওয়েবসাইটটি দেখতে সাধারণত যেমন হবে,সেটি সম্পর্কে ধারণার জন্য নিচের স্ক্রিনশটগুলো দেখে নিতে পারেন।
ইউজার ইন্টারফেজ……
ডাউনলোড করা পূর্বে জেনে নিন কি কি ফিচার থাকছে এই স্ক্রিপ্টে……
▸ Refill Button(This feature may be activated to perform an order refill even if a provider doesn’t offer it.)
▸ Affiliate System (A partner program to grow your customer base.)
▸ Child Panels (Cheap panels for your customers.)
▸ Currency Converter Button
▸ Broadcast System
▸ Automatic Snow fall code
▸ Superb user panel (Give your customers an easy-to-use panel where they will place thousands of orders.)
▸ Efficient order processing (Connect as many APIs as you want for automated order processing.)
▸ Powerful admin panel (Control and manage your business. The admin panel has features you never knew you needed.)
▸ Subscriptions (A powerful add-on to create auto likes, auto views, auto retweets, etc.)
More Features –
▸ BLOG System (Create Posts On Your Website To Rank Your Panel Faster.)
▸ Average Time (The average order processing time is calculated based on the order history.)
▸ User API (Allows other panels to use your panel as a provider.)
▸ Import & Sync (Import & sync services with providers that use our platform.)
▸ Profit Reports (Easily keep track of your profits in one place.)
▸ Visual Editor (Quickly and easily transform the look of your panel.)
▸ Import & Sync (Import & sync services with providers that use our platform.)
▸ User Login Imitator (You Can log in to Any User Account From Admin Panel.)
▸ Various payment methods (Seamlessly integrate all payment methods that fit your needs.
এবার নিচের দেওয়া লিংক থেকে স্ক্রিপ্টটি ডাউনলোড করে নিন।
এখানে ক্লিক করুন
এবার আপনার সি-প্যানেলে লগিন করুন।
এবার নিচের স্ক্রিনশটের মতো ফাইল ম্যানেজারে ক্লিক করুন–
এবার আপনার ডোমেইন যে Directory তে আছে,সেটিতে চলে যান।সাধারণত মেইন ডোমেইনগুলো public html এ থাকে।আমারটা যেহেতু পরীক্ষামূলকভাবে সাব-ডোমেইনে আপনাদেরকে দেখাচ্ছি,তাই আমার সাব-ডোমেইনটি যে Directory তে রয়েচ্ছে,আমি সেটি সিলেক্ট করেছি।আপনার ডোমেইনটি যেটাতে রয়েছে আপনি সেই ফোল্ডারটি নির্বাচন করবেন।
এবার স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করুন।
এবার আপনারা ডাউনলোডকৃত জিপ ফাইলটি আপলোড করুন।
এবার আপলোডকৃত জিপ ফাইলটি সিলেক্ট করে স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করে Extract করে ফেলুন।
এবার আপনারা এখানে ৩টি ফাইল দেখতে পাবেন।এখান থেকে sql এবং cron job নামক ফাইলটি ডাউনলোড করে ফেলুন।পরবর্তী ধাপে আমাদের এগুলোর প্রয়োজন হবে।
এবার স্ক্রিনশটে দেখানো ফাইলটি সিলেক্ট করে Extract করুন—
Extract করার পর নিচের ফাইলটি পাবেন।এবার সেটি ওপেন করুন
এবার নিচের ফাইলগুলো দেখতে পারবেন।এখন আমাদেরকে এই ফাইলগুলো ডোমেইন যে Directory তে রয়েছে সেখানে মুভ করতে হবে।সেজন্য স্ক্রিনশট অনুযায়ী Select All এ ক্লিক করতে হবে তারপর Move এ ক্লিক করতে হবে।
এবার আপনার ডোমেইনের Directory লোকেশন লিখুন বা সিলেক্ট করুন।তারপর Move Files এ ক্লিক করুন।
এবার ভালো করে চেক করে নিন যে নিচের ফাইলগুলো আপনার ডোমেইন Directory তে সঠিকভাবে মুভ হয়েছে কিনা।
এবার আপনার সি-প্যানেলের নিচের Mysql Database Wizard এ চলে যান।
এবার একটি ডাটাবেজ তৈরি করুন।
এবার phpMyAdmin এ ক্লিক করুন…
এবার আপনার ডাটাবেজটি নির্বাচন করুন।
এবার import এ ক্লিক করুন।
এবার জিপ ফাইল থেকে পাওয়া SQL ফাইলটি এখানে আপলোড করে দিন।
এবার আপনার ডোমেইন Directory তে চলে যান। এখানে App নামক ফোল্ডারটি নির্বাচন করুন…
এবার config.php ফাইলটি সিলেক্ট করে স্ক্রিনশটের মতো ইডিট লেখায় করুন…
এবার নিচের দেখানো জায়পগায় আপনার ওয়েবসাইটের লিংক লিখুন এবং কিছুক্ষণ আগে যে ডাটাবেইজ তৈরি করেছেন,সেই ডাটাবেইজের নাম,ইউজার ও পাসওয়ার্ড সঠিকভাবে লিখে সেভ করে ফেলুন।মনে রাখবেন,এখানে সকল তথ্য সঠিকভাবে লিখতে হবে,নয়তো কাজ করবে না।
এবার আপনার ওয়েবসাইটে ভিজিট করুন।দেখবেন আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে।
তবে এখনো কাজ শেষ হয়নি আমাদের।আপনি যদি API ব্যবহার করেন,তাহলে সকল অর্ডারগুলো মাদার প্যানেলে ট্রান্সফার করার জন্য এবং অর্ডারগুলোর স্ট্যাটাস অটোমেটিক আপডেট করার জন্য আমাদেরকে এখন ক্রোন জব এড করতে হবে সি-প্যানেলে।
[ এই আর্টিকেলের শেষে একটি ওয়েবসাইট পাবেন,আপনি চাইলে সেখানকার API ব্যবহার করতে পারবেন]
এখন আপনার সি-প্যানেলে প্রবেশ করুন এবং নিচের স্ক্রিনশটের মতো Cron Job লিখে সার্চ করুন।
এবার নিচের ক্রোনজবগুলো এড করে দিন অথবা জিপ ফাইলে একটা ক্রোনজবের ফাইল দেওয়া হয়েছিলো ওখান থেকে ক্রোন জবগুলো কপি করে নিবেন। শুধু Your Domain এর জায়গায় আপনার ডোমেইনের নাম দিবেন বা লিংক।
wget --spider -O -https://yourdomain.com/crons/autolike.php
[ – 1 Min]
wget –spider -O – https://yourdomain.com/crons/checkToAPI.php
[ – 5 Min ]
wget –spider -O – https://yourdomain.com/crons/dripfeed.php
[ – 5 Min ]
wget –spider -O – https://yourdomain.com/crons/orders.php
[ – 5 Min ]
wget –spider -O – https://yourdomain.com/crons/providers.php
[ – 15 Min]
Common Settings এর এখানে মিনিট সিলেক্ট করবেন ১ মিনিট বা ৫ মিনিট অর্থাৎ কমান্ডগুলোতে যতো মিনিট দিতে বলা হয়েছে,ততো মিনিট দিবেন এবং কমান্ড এর ঘরে কমান্ডগুলো পেস্ট করে দিবেন।
আমাদের ওয়েবসাইটেরে কাজ এখন পুরোপুরি শেষ। এবার আপনারা যেভাবে আপনাদের ওয়েবসাইটের এডমিন প্যানেলে প্রবেশ করবেন।সে বিষয়ে জানা যাক। এর জন্য সার্চবারে লিখবেন www.yourdomain.com/admin [your domain এর জায়গায় আপনার ডোমেইনের নাম লিখবেন।]
এরপর নিচের মতো দেখতে পারবেন। এখানে ইউজার নেম ও পাসওয়ার্ড দুটো জায়গায় admin লিখবেন।
লগিন করা হলে নিচের স্ক্রিনশটের মতো দেখতে পারবেন।এখান থেকে আপনার ওয়েবসাইটের সকল কিছু নিয়ন্ত্রন করতে পারবেন।যেমনঃ বিভিন্ন সার্ভিস যোগ করা,API যোগ করা,ইউজার তথ্য,পেমেন্ট যোগ করা,থিম পরিবর্তন ইত্যাদি ইত্যাদি।আর আপনাদেরতো বলাই হয়নি,এই স্ক্রিপ্টে আপনারা আগে থেকেই ২০+ পেমেন্ট মেথড এড করাই পাবেন।যার জন্য নতুন করে যোগ করতে হবে না পেমেন্ট মডিউল।
তো আজ এ পর্যন্তই।ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আপনারা যদি চান তাহলে SMM প্যানেলের আরো অনেক স্ক্রিপ্ট শেয়ার করবো।তবে সেটা কেবল আপনাদের উপরই নির্ভর করবে।
ফেসবুক,ইন্সটাগ্রামসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সার্ভিস পেতে ভিজিট করুন www.smmten.com