Site icon Trickbd.com

এখন খুব সহজেই TeraBox এর ফাইল ডাউনলোড করুন Ad’s এর ঝামেলা ছাড়াই!

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা।

আশা করি আপনারা সবাই ভালো আছেন।

তো আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, TeraBox Downloader.

তো আপনারা সবাই জানেন যে অনেক কোর্স এবং অনেক ভিডিও সাথে অনেক প্রয়োজনীয় জিনিস,

অনেকে  TeraBox এর মাধ্যমে শেয়ার করে।

এর পেছনে মূল কারণ হচ্ছে, তারা যদি TeraBox ব্যবহার করে এটা শেয়ার করে তাহলে তারা ইনকাম করতে পারে।

এটাই হচ্ছে মূল কারণ যে আপনি এখন বেশিরভাগ জিনিসই যেগুলো আপনার খুব প্রয়োজন বা প্রিমিয়াম কোর্স, সফটওয়্যার এসব TeraBox এর মধ্যে পাবেন, পাশাপাশি সবাই এভাবেই তাদের ফাইল শেয়ার করে থাকে যার মাধ্যমে তারাও কিছু একটা ইনকাম করে নেয়।

কিন্তু এর মাধ্যমে ডাউনলোড করতে গেলে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।

তবে আপনি চাইলে প্রাইভেট dns ব্যবহার করে TeraBox  বিরক্ত কর অ্যাড গুলো থেকে মুক্তি পেতে পারেন।

কিন্তু এটা কিভাবে করতে হয় আজকের পোস্ট এ বিষয়ে না, আজকের পোস্টটি হচ্ছে কিভাবে TeraBox থেকে আমরা ফাইল ডাউনলোড করব শুধুমাত্র ফাইলটির URL বা লিংক ব্যবহার করে।

এবং এর জন্য আমাদের কোন কিছু করতে হবে না শুধু একটি ব্রাউজার থাকলেই হবে।

এবং ডাউনলোডও অনেক ভালো, তো চলুন টিউটোরিয়াল শুরু করা যাক।

স্টেপ ১ঃ সর্ব প্রথমে আমি আমার যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিব, আমি আপনাদেরকে সাজেস্ট করব Brave ব্রাউজার ব্যবহার করার। কারণ এই ব্রাউজারে রয়েছে অ্যাড ব্লকার, যা আপনাদের অনলাইনের বিরক্তকর এড গুলো থেকে মুক্তি দিবে।

স্টেপ ২ঃ এবারে আপনাকে TeraBox  এর Url দরকার পড়বে। আমার মানে হচ্ছে আপনি যে ফাইলে ডাউনলোড করতে চান সে ফাইলটি ইউআরএল।

দেখুন আমি নিচের এই ফাইলটি ডাউনলোড করতে চাইঃ

এখানে TeraBox ডাউনলোড লিংকটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা কপি করে নেব।

স্টিপ ৩ঃ এবারে আমাদেরকে একটি ওয়েবসাইট ওপেন করতে হবে মূলত এই ওয়েবসাইটের মাধ্যমেই আমরা TeraBox এর ভিডিও এবং অন্যান্য ফাইলগুলো ডাউনলোড করতে পারি। এটা মূলত ইউটিউব ডাউনলোডার এর মতই।

ওয়েবসাইটের নাম হচ্ছেঃ  https://teradownloader.com/

এখানে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে।

এবারে ফাঁকা বক্সটা তে আমরা আমাদের TeraBox এর ডাউনলোড লিংকটি দিয়ে দিব। আর ডাউনলোড বাটনে ক্লিক করব।

এটা করার সাথে সাথেই সেই লিঙ্কে থাকা সকল ফাইলগুলো নিচে আমাদেরকে দেখিয়ে দেবে। আমরা খুব সহজে এক এক করে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারব।

এখানে সবকিছুই সিরিয়াল হিসেবে এসেছে যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে।

পাশাপাশি এখানকার ডাউনলোড স্পিড অনেক ভালো।

প্লে স্টোরে তাদেরকে অ্যাপো আছে, যদি আপনি অ্যাপসের সাহায্যে কাজগুলো করতে চান তাহলে সেটা ডাউনলোড করতে পারেন। তাদের ওয়েবসাইটেই আপনারা তাদের অ্যাপসে লিংকও পেয়ে যাবেন।

আজকের পোস্ট এতটুকুই ছিল আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট করে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে,

আপনাদের মধ্যে কেউ যদি আমার টেলিগ্রাম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।

আমার টেলিগ্রাম চ্যানেলঃ https://t.me/freepremiumtips24