Site icon Trickbd.com

থার্ডপার্টি এপ ওয়েবসাইট ছাড়াই, টেলিগ্রাম বটের মাধ্যমে ১০০% Full HD Quality তে বিকাশ,নগদ,রকেট, ও উপায় সেন্ড-মানির Fake Screenshots তৈরি করুন।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আজকের পোস্টে দেখাবো যে

কিভাবে আপনারা টেলিগ্রাম বটের মাধ্যমে ১০০% অরজিনাল HD Quality তে বিকাশ৷ নগদের Send Mony করার Fake Screenshot তৈরি করবেন!

কিছু কথা :

অনেকেই দেখবেন এই টপিক নিয়ে পোস্ট করছে, তাদের Screenshots গুলো দেখলে যে কেও সহজে বুঝবে যে এগুলা ফেইক, কিন্তুু আজকের এই পোস্টে যে বট নিয়ে কথা বলবো, Screenshots দেখে বোঝার কোনো বুদ্ধি নাই যে এটা ফেইক Screenshot. একদম রিয়েল Screenshot হবে।

আরোও একটা মজার ব্যাপার হচ্ছে, তারা বিভিন্ন এপ সাজেস্ট করছে এসব করার জন্য, কিন্তু আমরা যারা টেলিগ্রাম ব্যবহার করি, তাদের আলাদা এপের কি দরকার? টেলিগ্রাম এপের মাধ্যমেই আমরা এই কাজ টি করতে পারবো। তাও আবার একদম উন্নত সিস্টেমে।

Telegram Bot Link : @FinicalScreenShotGenerator_bot

লিংক টির উপর ক্লিক করে বট টি ওপেন করে নিন, তারপর START করুন।

তারপর 🧑‍⚖️ Bkash S-Shot অপশনে ক্লিক করুন!

এরপর আপনি নিজেই তৈরি করতে পারবেন কারণ এখানে সবকিছু বাংলাতে লেখা আছে।

তারপরও আমি বোঝানোর সুবিধার্থে কিছু স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিলাম।

এখানে ক্লিক করে দিবেন।

তারপর দেখবেন এখানে একটা Send Mony! স্ক্রিনশট তৈরি করার জন্য যে যে তথ্যগুলো লাগে সেগুলো আপনার কাছে চাওয়া হবে!

সবগুলা দিয়ে দিবেন।

ট্রানজেকশন আইডিটা সব সময় ছোট করে লেখার চেষ্টা করবেন!  তারপর আপনার টাকার পরিমান লিখে দেবেন।

এরপর দেখতে পারবেন যে এখানে আপনার স্ক্রিনশট তৈরি করা হচ্ছে।

দেখুন ফাইনালি আমাকে বিকাশ সেন্ড মানি করার একদম ১০০% অরিজিনাল ইউনিক এইচডি ছবি স্ক্রিনশট তৈরি করে দিয়েছে। 

 

 

দেখুন একদম পুরোপুরি বিকাশের মতন এই স্ক্রিনশটটি আরো ক্লিয়ার। Trickbd তে আপলোড করার কারনে কিছুটা ঘোলা হয়ে গেছে।

এখান থেকে আপনারা বিকাশ নগদ রকেট উপায় সহ সবগুলোর স্ক্রিনশট তৈরি করতে পারবেন। 

নগদ এর Screenshot System  আগামীকাল অ্যাড করে দেয়া হবে! 

এই বটটি নতুন রিলিজ করা হয়েছে তাই সব অপশন গুলো  আস্তে আস্তে সম্পূর্ণ অপশন এড করে চালু করা হবে আপনারা আপাতত বিকাশ Send Mony Fake Screenshots তৈরি করতে পারবেন। 

কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন আমি ঠিক করে দেব।

ওয়ার্নিং : এটা শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে ব্যবহার করার জন্য বানানো হয়েছে। তাই এটার মাধ্যমে আপনি কোন অপরাধ করলে সেটার জন্য সম্পন্ন ভাবে আপনি দায়ী থাকবেন আমি  বা TrickBD  কখনোই এর জন্য দায়ী থাকবে না. 

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Exit mobile version