আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে পোস্ট। আজ আপনাদের জন্য অত্যন্ত সুন্দর একটি Photoshop Plugin নিয়ে আসলাম। যারা পাসপোর্ট ছবির কাজ করেন অথবা, ফটোগ্রাফার আছেন সবাই ব্যবহার করতে পারবেন।
- প্রথমে Google Drive থেকে Plugin ডাউনলোড করেন নিন। 32 ও 64 দুটো বিট পাবেন।
- Plugin ডাউনলোড করার পর ইনস্টল করুন সাধারন সফটওয়্যার মত করে তবে ইনস্টল শেষে Lunch Skin finer চেক বক্সটি উঠিয়ে দিয়ে ফিনিস করুন।
- এখন আপনার ডাউনলোডকৃত ফোল্ডারে একটি Crack ফোল্ডার আছে ওটার ভিতরে একটি dll ফাইল আছে ওটা কপি করুন।
- C:\Program Files\SkinFiner এই লিংকটি কপি করে আপনার কম্পিউটারে প্রবেশ করে Address bar অথবা Windows Run পেস্ট করে Enter করুন।
- তারপর কপিকৃত dll ফাইলটি পেস্ট করে দিন।
- তারপর SkinFiner টি ওপেন করুন।
- নিচে দেখানো Plug icon ক্লিক করুন।
- নিচ থেকে Browse করে Photoshop Plugin location সিলেক্ট করে দিন।
- তারপর আপনার যদি 64বিট হয় তাহলে নিচে দেখানো লিখাতে ক্লিক ইন্সটল করুন।
- অতপর আপনার ফটোশপটি ওপেন করে Filter ওপশেন যান Photo-Toolbox, SkinFiner কমান্ড পাবেন ওটাই আপনার Plugin.
- এখন ব্যবহার করুন নিজের ইচ্ছেমত।
আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।