Site icon Trickbd.com

নগদ নম্বর দিয়ে যে কারো নগদ একাউন্ট এর হাফ ইনফরমেশন বের করুন ওয়েবটুল ব্যবহার করে ।

আসসালামু অলাইকুম!

 

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে আমার বানানো একটি সিম্পল ওয়েবটুল শেয়ার করতে যাচ্ছি যেটার মাধম্যে আপনারা জাস্ট নগদ নম্বর দিয়েই ঐ একাউন্ট owner এর নাম দেখতে পারবেন । এবং আরো কিছু ইনফো আসবে ।

 

 

তো চলুন শুরু করি।

 

প্রথমে আপনাদের চলে যেতে হবে ওয়েব সাইট টি তে ।

ওয়েবসাইট লিংক

 

http://nginfo.wuaze.com/nagadinfo/

 

কি কি থাকছে এই নগদ হাফ ইনফো চেকিং ওয়েব টুল এ?

 

🖥 FEATURES :

➡️ নাম্বার দিয়ে নগদ একাউন্টের নাম দেখতে পারবেন

➡️ নগদ এর ইউজার আইডি দেখতে পারবেন

➡️ একাউন্ট টাইপ দেখতে পারবেন

➡️ একাউন্ট সচল রয়েছে কিনা চেক করতে পারবেন

 

📣 নোট : নগদ একাউন্ট এ নাম সেট করা না থাকলে নাম শো করবে না কখনো ।

 

 

তো চলুন দেখে নেই কিভাবে ইউজ করবেন।

 

প্রথমে ওয়েবসাইট বা টুল টি তে প্রবেশ করবেন।

 

 

 

 

বক্স এ আপনার কাঙ্খিত নম্বর টি দিবেন ।

তার পর সাবমিট ।

 

 

দেখুন ইনফো শো করছে ।

 

তবে যাদের নগদ একাউন্ট এ নাম সেট করা নেই তাদের নাম শো করবেনা। যেমন :

 

 

 

দেখুন এখানে কোনো নাম শো করেনি ।

নম্বর অবশ্যই কান্ট্রি কোড ছাড়া দিবেন। 

 

এখন অনেকেই বলবেন তাহলে ভাই ট্রুকলার কেন আছে ?

ভাই ট্রুকলারের নাম একরকম জিনিস আর নগদের নাম আরেক জিনিস ।  নগদে যাদের নাম পাবেন তাদেরটা একদম রিয়েল নেম কারণ তারা ওই এনআইডি দিয়েই কিন্তু একাউন্টটা খুলেছে । কিন্তু ট্রুকলার এ কিন্তু সেই নামটা শো করবে না । মানে ট্রুকলার মূলত মানুষ আপনার নাম্বারটা যে নামে সেভ করবে সেটাই কিন্তু ট্রুকলার শো করে ।

 

 

আজকের পোস্ট এই পর্যন্তই।

আমাদের টেলিগ্রাম চ্যানেলে আরো কিছু ওয়েবটুল শেয়ার করা হয়েছে এবং নিয়মিত শেয়ার করা হয় যেগুলো ট্রিকবিডিতে শেয়ার করা যাচ্ছে না । এরকম ওয়েব টুলস এবং যে কোন রকম প্রিমিয়াম জিনিস ফ্রিতে পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।

Join AndTricksBD