Site icon Trickbd.com

১০/১৩/১৭ ডিজিট এনআইডি নম্বর থেকে ১০ অথবা ১৭ ডিজিট এনআইডি নম্বরে কনভার্ট করুন টেলিগ্রাম বট এর মাধ্যমে !

আসসালামু আলাইকুম !

NID digits Converter BOT

আবারো নতুন একটি টেলিগ্রাম বট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ।

আজকের এই বটের মাধ্যমে আপনারা আপনাদের ১০/১৩/১৭ ডিজিট এনআইডি নম্বর থেকে ১০ অথবা ১৭ ডিজিট এনআইডি নম্বরে কনভার্ট করতে পারবেন ।

 

আসলে বিষয় টি হলো , মনে করেন আপনার কাছে পুরাতন এনআইডি কার্ড টি আছে , কিন্তু আপনার নতুন স্মার্ট কার্ডের নম্বর টি প্রয়োজন , বা আপনার কাছে স্মার্ট কার্ড আছে কিন্তু এনআইডি পিন নম্বর টি নেই , এইগুলো আপনারা এই বটের মাধ্যমে বের করতে পারবেন ।

 

তো চলুন শুরু করি ।

 

আজকের বটের ইউজারনেম : @atbd_niddigitconverter_bot

 

প্রথমে আপনাদের বট টি স্টার্ট করে নিতে হবে ।

 

তারপর নিচের Convert NID Digits এ ক্লিক করুন।

 

 

 

দেখুন এখানে NID number enter করতে বলেছে । আমি আপনাদের কে 17 ডিজিট এর এনআইডি নম্বর কনভার্ট করে দেখাচ্ছি, সেম ওয়ে তে বাকিগুলো করতে পারবেন ।

 

 

NID number লিখে সেন্ড করার পর Date Of Birth দিবেন : yyyy-mm-dd এই ফরম্যাট এ

তারপর সেন্ড করবেন ।

 

দেখুন এখানে নাম , ন্যাশনাল আইডি, পিন শো করছে । ন্যাশনাল আইডি হলো আপনার স্মার্ট কার্ড নম্বর আর পিন হলো ১৭ ডিজিটের পিন নম্বর ।

এভাবেই আপনারা এই বট তো ব্যবহার করে যেকোনো এনআইডি নম্বর কে কনভার্ট করতে পারবেন ।

 

আমার পূর্বের পোস্ট (All in 1 Bot ) link : https://trickbd.com/tools/1620290

 

এরকম আরো টেলিগ্রাম বট , এবং যেকোনো রকমের প্রিমিয়াম স্টাফ ফ্রিতে পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন।

 
Join AndTricksBD