Be a Trainer! Share your knowledge.
Home » Tools » ল্যাপটপ, কম্পিউটার নেই তো কি হয়েছে? টেলিগ্রাম বট দিয়ে যে কোন ওয়েবসাইটের কম্পিউটার বা ল্যাপটপের এর মতন করে স্ক্রিনশট নিন ! নিজের শখ পূরণ করুন 😁

ল্যাপটপ, কম্পিউটার নেই তো কি হয়েছে? টেলিগ্রাম বট দিয়ে যে কোন ওয়েবসাইটের কম্পিউটার বা ল্যাপটপের এর মতন করে স্ক্রিনশট নিন ! নিজের শখ পূরণ করুন 😁

 

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকের পোস্ট কি নিয়ে তা আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন তো তারপর আমি যদি একটু সিম্পল ধারণা দেই,

যদিও বা পোস্টটা আমি বেশি বড় করবো না, তো শুরুতে আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলেই হয়ে যাবে যে,

এটার সুবিধাটা কি এবং এটা কি কাজে লাগবে? 

 

প্রথমত আপনারা নিশ্চয়ই জানেন যে ফোনের মাধ্যমে ঠিক রকম কম্পিউটারে যেরকম একটা ডেস্কটপের স্ক্রিনশট নেওয়া যায় ,

 

এরকম কিন্তু আমরা ফোনের মাধ্যমে নিতে পারি না। যদিও বা আমরা ব্রাউজারের মাধ্যমে ডেক্সটপ মোড অন করতে পারি, কিন্তু স্ক্রিনশটটা আমরা সেরকমভাবে সুবিধামতো নিতে পারি না।

কিন্তু আপনারা এই টেলিগ্রাম বট এর মাধ্যমে যে কোন ওয়েবসাইটের স্ক্রিনশট খুব সহজে নিতে পারবেন ।

এটা সুবিধাগুলো হচ্ছে :

আপনি কয়েক সেকেন্ডের যেকোন ওয়েবসাইটের ফুল ডেস্কটপ মোটার স্ক্রিনশট নিতে পারবেন একদম রিয়েলিস্টিক অরিজিনাল হাই রেজুলেশন। 

এছাড়াও আপনি ফোনের মাধ্যমে টেলিগ্রাম বট দিয়ে যে কোন ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে আপনার বন্ধুদের সাথে শো-য়াফ করতে পারবেন 😁

এটা ছাড়াও অনেকের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যায় যারা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করে , বিভিন্ন ধরনের আর্টিকেল ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট। তো ফোনে ওয়েবসাইটটি থাকায় পুরোপুরি ডেস্কটপে দেখতে ওয়েবসাইটে কেমন দেখাবে এই জিনিসটা অনেকেই দেখতে পারেনা ।

 

যে তাদের ওয়েবসাইটটা কম্পিউটারে বা ল্যাপটপে ঠিক কিরকম দেখাবে?

তো এটার মাধ্যমে আপনারা সেই ওয়েবসাইট গুলো পরীক্ষা করে দেখে নিতে পারেন।

 

এতে করে আপনারা যারা ওয়েবসাইটের ডিজাইন করেন, তাদের জন্য সুবিধা হবে বা যারা ওয়েব ডেভেলপার আছে ফোন দিয়ে ডেভেলপ করে ওয়েবসাইট তৈরি করে।

 

তাদের জন্য অনেক সুবিধা হবে কেননা তারা মোবাইলের মাধ্যমে তাদের ওয়েবসাইট টা কেমন দেখাবে সেটা তারা দেখতে পারে, এবং সেই অনুযায়ী ডিজাইন করেন।

কিন্তু পরবর্তীতে দেখা যায় যারা ডেস্কটপ ইউজার আছে সেই ডেস্কটপ ইউজাররা যদি তাদের ওয়েবসাইটে ভিজিট করে তখন এটা ইউজার ফ্রেন্ডলি হয় না।

 

এ কারণে তার ওয়েবসাইটটি সে এই টেলিগ্রাম বট মাধ্যমে ডেস্কটপের মতন ভিউ করে দেখতে পারবে ,

 

যে তাদের ওয়েবসাইটে ডেস্কটপে কি রকম দেখাবে! এবং সেই অনুযায়ী সে ডিজাইনটা কমপ্লিট করতে পারবে।

যেটা একজন ওয়েব ডেভেলপার এর জন্য বিশেষ করে যারা মোবাইল দিয়ে ওয়েবসাইট ডেভেলপার তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

তো আর বেশি কথা বলছি না চলে যাচ্ছে মেইন পোস্টে

ডেক্সটপ স্ক্রিন শট জেনারেটর বট লিঙ্ক :

@WebSiteScreenshot_bot

 

প্রথমে আপনার এই বট টি ওপেন করে নেবেন :

 

এরপর নিচে যে একটা অপশন দেখতে পারতাছেন সেটাতে ক্লিক করবেন। 

এরপর আপনার কাছে নিজের মতন করে একটি লিংক চা হবে তারপর আপনি যে ওয়েবসাইটের লিংক থেকে ডেস্কটপ ভিউ ইন স্ক্রিনশট তৈরি করতে চান সেটা লিংক দিবেন

এরপর দেখতে পারবেন আপনার স্ক্রিনশটে তৈরি করে দিয়েছে 

আমি বর্তমানে যে পোস্টটা করলাম এটার একটা স্ক্রিনশট নিচে দেখুন একদম পুরোপুরি ডেস্কটপ এর মত দেখাচ্ছে

আজকের পর থেকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

3 days ago (Jul 03, 2024)

About Author (95)

Shofikul Islam
author

Programmer & Developer : App | Web | TG Bot. Founder Of : TEAM X 1337 (⁠ᗒ⁠ᗩ⁠ᗕ⁠) About Me

Trickbd Official Telegram

4 responses to “ল্যাপটপ, কম্পিউটার নেই তো কি হয়েছে? টেলিগ্রাম বট দিয়ে যে কোন ওয়েবসাইটের কম্পিউটার বা ল্যাপটপের এর মতন করে স্ক্রিনশট নিন ! নিজের শখ পূরণ করুন 😁”

  1. Md Mahabub Khan Author says:

    টাইটেল নাকি ডিসক্রিপশন

    • Md.Ebrahim Contributor says:

      ভাইয়া আমার যেকোনো টেলিগ্রাম বট ওপেন হয় না প্রবেশ করতে পারিনা আমি কোন বটে আমার মোবাইল নাম walton h9
      প্লিজ হেল্প মি

    • Shofikul Islam Author Post Creator says:

      @Md.Ebrahim Telegram app clear data den..thik hoye jabe

Leave a Reply

Switch To Desktop Version