Site icon Trickbd.com

উইন্ডোজ God Mode কি? এবং কিভাবে তা ব্যবহার করবেন

ট্রিকবিডি পরিবারের সবাইকে শুভেচ্ছা!

আশা করি, সবাই ভালো আছেন। আজও আপনাদের জন্য একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হলো উইন্ডোজের গড মোড, যা উইন্ডোজে লুকানো এক অসাধারণ ফিচার।

গড মোড কী?

আপনারা কি জানেন, উইন্ডোজের গড মোড কী? এটি এমন একটি বিশেষ হিডেন ফিচার, যা অধিকাংশ ইউজারই জানেন না। মাইক্রোসফট প্রথমবার এই ফিচারটি Windows 7 এ অন্তর্ভুক্ত করে। এর সাহায্যে একজন ইউজার খুব সহজেই সব অ্যাডমিন টুলকে এক জায়গায় দেখতে এবং ব্যবহার করতে পারেন।

ভাগ্যক্রমে, এই চমৎকার ফিচারটি Windows 10 এবং Windows 11 অপারেটিং সিস্টেমেও কাজ করে। ফলে, আপনি সহজেই উইন্ডোজের গুরুত্বপূর্ণ সেটিংস ও টুলগুলো এক স্ক্রিনে দেখতে পারবেন।

কীভাবে গড মোড ব্যবহার করবেন?

গড মোডের নাম যেমন অন্যরকম, তেমনি এর কার্যকারিতাও অন্যরকম। প্রথমে আপনার ডেস্কটপে রাইট ক্লিক করে একটি নতুন ফোল্ডার তৈরি করুন।

এরপর, ফোল্ডারের নাম হিসেবে নিচের কোডটি ব্যবহার করুন:

GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

 

এখন ফোল্ডারটি খুলুন এবং এরপর ম্যাজিক দেখুন!

এই ফোল্ডারটিতে আপনি এক্সেস পাবেন অসংখ্য গুরুত্বপূর্ণ সেটিংস, যেগুলো সাধারণত অন্য কোন প্রোগ্রামের মাধ্যমে সহজে পাওয়া যায় না। এর মাধ্যমে আপনি সহজেই উইন্ডোজের সকল কন্ট্রোল প্যানেল সেটিংস একসাথে দেখতে পারবেন, যা কাজের গতিকে আরও বাড়িয়ে তুলবে।

উইন্ডোজের অন্যান্য গড মোড কোড

নিচে কিছু অতিরিক্ত গড মোড কোড দেওয়া হলো। উপরের নির্দেশনা অনুযায়ী নিউ ফোল্ডার খুলে এই গড মোড কোড গুলো ব্যবহার করলে আপনি আরো নতুন গড মোড অপশন একটিভ করতে পারবেন।

পরিশেষে

অনেকেই হয়তো উইন্ডোজের গড মোড সম্পর্কে জানতেন না বা আজই জানতে পারলেন, আশা করছি এই ফিচারটি আপনাদের কাজে লাগবে।

পরবর্তী পোস্ট পর্যন্ত ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, আল্লাহ হাফেজ।