Site icon Trickbd.com

কিভাবে যেকোন ফাইল Super Fast সার্ভার থেকে ডাউনলোড করবেন। By (Anny Islam)

Unnamed


আসসালামু আলাইকুম সবাইকে। আমি ট্রিকবিডি তে নতুন তাই এটি আমার প্রথম পোষ্ট। তাই সবাই আমার এই লেখাকে সুন্দর ও ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাই আমার টাইটেল দেখে বুঝে গেছেন আজ আমি কি নিয়ে লিখবো। তাই কথা না বাড়িয়ে আমার পোষ্টে চলে যাচ্ছি।

বর্তমানে অনেকে বিভিন্ন সাইট থেকে মুভি,গেমস,সফটওয়্যার ইত্যাদি ডাউনলোড করে থাকেন। কিন্তু সেখানে একটা সমস্যা হয় আর সেটি হলো যেই সার্ভার থেকে কোন কিছু ডাউনলোড দিলেন সেই সার্ভার নির্দিষ্ট স্পীড দেয় এবং মাঝে মাঝে ডাউনলোড রিউসাম বা লিঙ্ক এক্সপায়ারড হয়ে যায়। যা পরে কন্টিনিউ করতে অনেক ঝামেলা হয় এবং অনেক সময় ফাইল আবার ডাউনলোড স্টার্ট হয় বা ডাউনলোড করাপ্টেড হয়ে যায়। প্রিমিয়াম একাউন্ট না হলে যেমন ৫০/৬০ কেবিপিএস বা এর চেয়ে একটু কম-বেশি স্পীড দেয়। মানে হলো আপনার কাছে সুপার ফাস্ট ইন্টারনেট, ব্রডব্যান্ড বা ওয়াই-ফাই আছে কিন্তু ডাউনলোড করার সময় দেখা যায় স্পীড ৬০,৮০ আবার মাঝে মাঝে ১৫০ থেকে ১৬০ KB/s উঠে।  যদি আপনি ১ জিবি ফাইল ডাউনলোড করেন এতে সময় লাগবে ১ থেকে ২ ঘন্টা বা এর বেশি। কিন্তু ধরুন আপনি যদি YouTube  ভিজিট করেন তাহলে আপনার রেগুলার যে স্পীড আছে সেই স্পীডেই চলবে। কারণ তাদের সার্ভার অত্যন্ত শক্তিশালী এবং উচ্চ মানের হয়ে থাকে।

এখন আপনাদের একটা ব্রাউজার সমন্ধে বলবো যার মাধ্যমে আপনার Slow সার্ভার থেকে ফাইল ফোনে সরাসরি ডাউনলোড না করে অন্য ক্লাউড ড্রাইভে বা অন্য অনলাইন স্টোরেজে আপলোড করে এবং সেখান থেকে ফুল স্পীডে ডাউনলোড করতে পারবেন। ব্রাউজার টির নাম হলো Puffin Browser হয়তো আপনারা অনেকেই জানেন বা শুনেছেন এই ব্রাউজারের নাম। কিন্তু আমি যে ট্রিক টার কথা বলবো তা ট্রিকবিডিতে আগে পোস্ট হয়নি বা অন্য কোন সাইটেও নাই। বর্তমানে Puffin Browser একটি মাত্র ক্লাউড ড্রাইভ সাপোর্ট করে তা হলো Google Drive আগে Dropbox ছিলো কিন্তু বর্তমান সংস্করণে ড্রপবক্স নাই। তবে সমস্যা নাই গুগল ড্রাইভেই আপনার কাজ চলবে তারা আপনাকে ১৫ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ প্রদান করে থাকে। আর কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। নিচের সব গুলো স্ট্যাপ ভালো করে ফলো করুন।

১. প্রথমে এই লিঙ্ক থেকে Puffin Browser Pro টি ডাউনলোড করুন Download From Here

২. এ্যাপটি ডাউনলোড করার পর ইন্সটল দিন এবং ওপেন করুন।

৩. তারপর আপনি আপনার গুগল একাউন্টে Login করুন।



৪.
এরপর আমি যেকোন একটি সাইটে ঢুকে ডাউনলোড দেওয়ার চেষ্টা করবো। যেমন, Sammobile.com এর ফ্রী ডাউনলোডের স্পীড ১৫ কেবিপিএস দেখুন।



৫. তারপর ডাউনলোডে ক্লিক করলে, This Device এবং Google Drive লেখা আসবে। তখন আপনি Google Drive এ ক্লিক করবেন। This Device এ ক্লিক করলে ফাইল সরাসরি আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। তাতে ফাইল Cloud Drive এ আপলোড হবে না।



৬. তারপর ডাউনলোডে ক্লিক করলে Puffin Browser অথেনটিকেশন চাইবে। তখন Allow দিন।



৭.

তারপর Puffin Browser অটোমেটিক ওই ফাইলটি কে Google Drive এ সেন্ড করবে।



৮. সর্বশেষ আপনি পিসিতে বা মোবাইলে Google Drive ব্রাউজারে বা এ্যাপের মাধ্যমে ঢুকে ঐ ফাইল টি পাবেন এবং ঐখান থেকে ডাউনলোড দিতে পারবেন। এতে ফাইল টি সুপার স্পীডে এবং Resume Capability সহ ৮টি ডাউনলোড পার্টে ডাউনলোড করতে পারবেন।

আশা করি এই পদ্ধতিটা সবার ভালো লাগবে। যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে আমাকে জানাবেন। সবাই ভালো এবং সুস্থ থাকুন।