আসসালামুআলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।আজকের পোস্টটা অনেকের উপকারে আসতে পারে।
বরর্তমানে সব জায়গাতই ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন হয়।ভোটার আইডি কার্ড এর জন্যে অনেকে সিম নিবন্ধন, বাংক একাউন্ট খুলতে পারে না।
যারা ভোটার আইডি নিবন্ধন করেছেন কিন্তু আইডি কার্ড পাননি তাদের জন্যে পোস্টটি অনেক প্রয়োজনিয়।আর কথা বাড়াব না।
প্রথমএ নিচের লিংক এ প্রবেশ করুন।
তার পর নিচে দেখুন স্লিপ নম্বর এর একটা ঘর আছে
ওইটাতে আপনার স্লিপ নাম্বার দিন।যেইটা আপনাকে দিয়েছিল ভোটার নিবন্ধন এর সময়।জন্ম তারিখ এর ঘরে আপনার সঠিক জন্ম তারিখটি দিন।
তারপর কেপচা পূরন করে নিচে ভোটার তথ্য দেখুন ঐইটাতে ক্লিক করুন।তার পর আপনার ভোটার তথ্য আসলে ঐই খান থেকে এনআইডি নাম্বার টা কপি করুন।
এখন ওপরে রেজিষ্টারে ক্লিক করুন।
এর পর রেজিষ্টেশন ফরম পূরন করতে চাই এ ক্লিক করুন।
এর পর এরকম একটি পেজ আসবে।
পেজ এর এনআইডি এর ঘরে কপি করা কোডটি দিন তার নিচের ঘর গুলি সঠিক তথ্য দিয়ে পূরন করে রেজিষ্টার এ ক্লিক করুন।
এর পর ভেরিফিকেশন এর জন্যে মোবাইল নাম্বার সিলেক্ট করে মোবাইলে আসা কোডটি দিয়ে ভেরিফিকেশন করুন।
ভেরিফিকেশন শেষ হলে উপরে লগইন এ ক্লিক করুন।
তারপর এনআইডি নম্বর এর ঘরে কপি করা নাম্বারটি দিন।তারপর বাকি ঘর গুলি সঠিক ভাবে পূরন করে সামনে ক্লিক করুন।তারপর আরএকটি কোড আসবে আপনার নাম্বারে কোডটি দিয়ে লগইন এ ক্লিক করুন ব্যাস কাজ শেষ।
এখন আপনার এনআইডি কার্ড ছবি সহ দেখতে পারবেন।
এখন উপরের কোনায় পরিচয় বিবরনিতে ক্লিক করলে আপনার এনআইডি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হবে।
অনেক কষ্ট করে পোস্টটা তৈরি করেছি ভাল লাগলে কমেন্ট করবেন।