হাই সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। সবাইকে ট্রিকবিডির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।
আজ আমি আপনাদের সামনে খুবিই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট নিয়ে উপস্থিত হয়েছি।
পোষ্টটি হলো কিভাবে Google থেকে Free Copyright ইমেজ বের করবেন।
ইউটিউব এখন ইমেজ ও কপিরাইট ধরে… যদি এর জন্য সরাসরি কোনো স্ট্রাইক দেয়না! বাট ঠিকই কিছুদিন পর এমনিতেই বিনা নোটিশে চ্যানেলটি Suspended!
So Careful!
যারা ইউটিউবে কাজ করেন..আপনারা অবশ্যই Copyright কোনো কিছু ব্যবহার করবেন। (এমনকি পিকচার ও না)
তো চলুন কাজে চলে যায়…
প্রথমে আপনি আপনার Google Chrome ব্রাউজার অপেন করে ডেস্কটপ ভারশন এনাবেল করে নিবেন। (নিচের ছবির মত)
তারপর www.google.com-এ গিয়ে আপনার যে পিকচার লিখে সার্চ করুন… সার্চ করার পর ডান পাশ থেকে Setting-এ ক্লিক করুন।
তারপর Advance Search-এ ক্লিক করুন।
ক্লিক করার পর নতুন আরেকটি পেজ অপেন হবে… আপনি User Rights: free to use, share or modify, even commercially করে দিন। তারপর Advanced Search-এ ক্লিক করুন।
এখন আপনি যে সমস্ত পিকচার দেখতে পাবেন.. সব গুলো যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবেন।
আজ এ পর্যস্তই |
প্রথম প্রকাশিত ঃ আমার ওয়েবসাইট | একবার হলে ও ঘুরে আসুন।