আশা করি সবাই ভালো আছেন।আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম
কোন ফ্রি নেট সার্বার কাজ করে কি করে না কিভাবে বাহির করবেন|!!!
তো শুরু করা যাকঃ~
আমরা অনেকে ফ্রি নেট বাহির করতে পাড়ি।কিন্তু অনেকেই পাড়ি না।
এর মূল কারন আমরা পোর্ট স্ক্যান করতে পাড়ি না।
তো আমি আজকে সহজ মাদ্ধমে দেখাবো কিভাবে সার্বারের পোর্ট চ্যাক করবেন।
যদি কোনো সারবারের ২টি পোর্ট খুলা থাকে তাহোলে অই সার্বার দিয়েই ফ্রি নেট চলবে।
এখন কাজ হবে~
প্রথমে এখান থেকে Port Scenar এপ্সটি ডাওনলোড করুনঃ
এরপড়ে এপ্সটি ওপেন করুন~
{আমি redirection.gpeasynet.com দিলাম}
এরপড়ে পাশের দুটো গুলি চিহ্ন দেখতে পাচ্ছেনServer এর একটি&পোর্টের একটি
{প্রথমে উপড়েরটায় ক্লিক করে যেকোনো একটি আইপি তে ক্লিক করুন}
এভাবে পোর্টের টায়ও ক্লিক করবেন।
কাজ শেষ হলে এবারে Start Scen এ ক্লিক করবেন:-
এখন এক্টু অয়েট করুনঃ~
এরপরে আপনি পোর্ট দেখত পাবেনঃ~
[আমার সার্ভার জিপি ইজিনেটের একটি পোর্ট খুলা অাছে(অত,এব এই সার্বার দিয়ে ফ্রি নেট চলবে না)]
শুধু দুটি পোর্ট খুলা থাকলেই ফ্রি নেট চলবেঃ
অনেক সময় নিয়ে পোষ্ট টা লিখলাম।ভুল হলে ক্ষমার দ্ষ্টিতে দেখবেন।
আর আমাকে বিশেষ প্রয়োজনে মেইল করতে পাড়েনঃ
ikramulroky@yahoo.com