সবাই কেমন আছেন বন্ধু?
আমি ভালো আছি।
টিউনে যাই,
আজ এমন একটি ইমেল তৈরি করব যেটাতে ফটো ছাড়া আর কিছু কেউ পাঠাতে পারবেনা।
তাহলে চলুন প্রথমে এখানে ক্লিক করে নিচের মত সাইন আপে ক্লিক করি। এবার সব তথ্য দিয়ে সবমিট করি।
এবার মেনুতে যাই।এবং account এ ক্লিক করি।
এবার নিচের মত একটা মেইল পাব।এটাই সেই মেইল।
প্রমানের জন্য মেইলটি কপি করে কম্পোজ করি ছবি দিয়ে।
এবার সাইটের প্রফাইল থেকে নটিফিকেশনে এভাবে ছবিটি রিসিভ হবে।
এবার এটা ওপেন দেই।
এই দেখুন চলে এসেছে।
এই ইমেইলে কেউ টেক্সট ভিটিও বা অন্য কিছু পাঠালে তা ব্যার্থ হবে।
এখানে আপনি ফেসবুকের মত বন্ধু বানাতে পারবেন।চ্যাট করতে পারবেন।এখানে অমাকে পেতে এখানে ক্লিক
ধন্যবাদ।
সৌজন্যে: আমার সাইট