Site icon Trickbd.com

Kine Master মোড করে পরিবর্তন করে নিন ব্যাকগ্রাউন্ড সাজিয়ে তুলুন নিজের ইচ্ছেমতো

Unnamed

স্বাগতম ট্রিকবিডি তে

সকলে ভালো আছেন সেই বিশ্বাস নিয়ে স্বাগত যানাচ্ছি আজকের টিউটোরিয়াল এ।

আজকের বিষয় সম্পর্কে আমার যতোটুকু ধারনা বা বাস্তব অভিগ্যতা আছে আমি সেই টুকু আমার পরিবার ট্রিকবিডি তে আলোচনা করছি যাতে করে আমার পরিবারের ও প্রতিদিন এর হাজার হাজার সম্মানিত ভিজিটর ভাই – বোনেরা যারা এই বিষয়ে যানেন না তারা একটু হলেও উপকৃত হন।আর যারা এই বিষয়ে আমার থেকে বেশি অভিজ্ঞ তাদের সুন্দর মতামত ও পরামর্শ এর মাধ্যমে আমি কিছু শিখতে পারি।

অনেক কথা বলে ফেললাম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য শুরু করছি আজকের টিউটোরিয়াল

আজকের পর্বে আমরা শিখবো কিভাবে Kine Master ব্যাকগ্রাউন্ড এ নিজের ছবি বা পছন্দের ছবি লাগাবেন সাজিয়ে তুলবেন নিজের ইচ্ছেমতো

যা যা লাগবে [ Apk Editor Pro ]
& [ Kine Master ] নিচের দেয়া লিংক থেকে Kine Master & Apk Editor Pro এপ ২ টি ডাউনলোড করে নিন নয়তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনিষ্টল করে নিন।

এরপর স্ক্রিনশট এ দেখানো নিয়মে কাজ করুন…..!

1.Apk Editor এ প্রবেশ করুন।
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]

2.ফুল এডিট সিলেক্ট করুন।
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]

3.Assets ফোল্ডারে যান।
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]

4.Background ফোল্ডারে প্রবেশ করুন।
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]

5.. রিনেম করা WEBP ফাইল রিপ্লেস করে এখানে বসান।
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]

6.সেভ দিন….. কাজ শুরু হয়ে গিয়েছে।
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]

7.ইন্সটল দিন
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]

8.ওপেন করলে আপনার কাংখীত লুক টি পেয়ে যাবেন।
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]

আবেদনঃ

ভুল হলে ক্ষমা সুলভ আচরন আহব্বান রইলো সকলের নিকট। আর অবশ্যই ভুল গুলো শুধরে দেবার জন্য ফেসবুক পেজে জানাতে ভুলবেন না।সকলের নিকট সুন্দর রুচিশীল ভাষায় কমেন্ট আশা করছি।

এই টিউটোরিয়াল এর দ্বারা কেউ একটুও উপক্রিত হলে আমার কষ্ট সার্থক হবে।

পরিশেষে একটি কথা বলতে চাই _ আমি যতোটুকু যানি শুধু সেইটুকু আপনাদের মাঝে শেয়ার করছি যাতে এই টিউটোরিয়াল দ্বারা অন্যকে কিছু শেখাতে পারি এবং আমার ভুল গুলো ধরা পরে এবং আমি ও নতুন কিছু শিখতে পারি।

সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামি কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন ট্রিকবিডি এর সাথে।

ভিডিওটি দেখতে পারেন বোঝার সুবিধার জন্য….

কোন মতামত বা পরামর্শ জানাতে ফেসবুক

সাবস্ক্রাইব

Thanks EveryOne…..