Site icon Trickbd.com

নিয়ে নিন ridmik keyboard এর কিছু কঠিন ও অসাধারণ বর্ণের tutorial প্রথম থেকে শেষ পর্যন্ত।

Unnamed

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ridmik keybord এর কিছু tutorial. আমরা প্রায় সবাই বাংলা লিখার জন্য ridmik keyboard ব্যবহার করি কিন্তু ridmik keyboard দিয়ে কিছু বর্ণ লিখতে আমাদের অনেকের সমস্যা হয়। আশা করি এই পোস্ট পড়ার পর আর কোনো সমস্যা হবে না। তো সরাসরি পোস্টে চলে যায়।

চন্দ্রবিন্দু লিখুন qq দিয়েঃ
হাঁস = haqqs
বাঁশি = baqqshi

ৎ লিখুন TH দিয়েঃ
হটাৎ = hoTaTH

হসন্ত লিখুন hs দিয়েঃ
আহ্!! = ahhs

ং লিখতে ng,  ঙ লিখতে Ng  এবং ঞ লিখতে NG ব্যবহার করুনঃ
সং = song
বঙ্গ = boNggo
মিঞা = miNGa

 
ব-ফলা লেখা যাবে w দিয়েঃ
শ্বাশ্বত = SwaSwoto

য-ফলা লিখতে y, z অথবা Z ব্যবহার করুন ( স্বরবর্ণের পরে য-ফলা দিন Z দিয়ে) ঃ
ব্যবহার = bybohar/bzbohar/bZbohar
অ্যানিমেশন = oZanimeSon

ঋ অথবা ঋ-কার লিখতে rri ব্যবহার করুনঃ

ঋণ = rriN
বৃত্ত = brritto
কৃপণ = krripoN

রেফ লিখুন (vowel) +  rr + (consonant) দিয়েঃ
কর্ম = korrmo
উর্দি = urrdi
নির্মল = nirrmol
পর্যন্ত=porrzonto

ঐ কার লিখতে OI ব্যবহার করেনঃ
বৈঠা = bOITha

ঔ কার লিখতে OU ব্যাবহার করেনঃ
নৌকা = nOUka

কিছু  বিশেষ যুক্তাক্ষরঃ
ক্ষ = kkh অথবা kSh
ক্ষ্ণ = kkhN (ক্ষ + ণ = kkh + N)
জ্ঞ  = gg
ঞ্চ = NGc ( ঞ + চ = NG + c)
ষ্ণ = ShN ( ষ + ণ = Sh + N)
হ্ম = hm
ঞ্জ = nj
ঞ্চ = nc

 
আরো কিছু উদাহরণঃ
লক্ষ্ণৌ  = lokkhNOU

কর্তৃত্ব = korrtrritw
শিক্ষা = shikSha/shikkha
ছাত্র = chatro
বৈষ্ণব = bOIShNb
সমুদ্র = somudro
রিদ্মিক = ridmik
ব্রহ্মপুত্র = brohmputro
ময়মনসিংহ = moymonosingoh
শম্ভূগঞ্জ = shomvUgonj
র‍্যাম = ryam

আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং নিয়মিত trickbd visit করবেন।

#কিছু Collected এবং কিছু নিজ থেকে লেখা তবে copy নয়। কারণ পুরো লেখাটা আমি নিজের হাতে লিখেছি।

আসসালামু আলাইকুম।