Site icon Trickbd.com

কিভাবে যমজ ভিডিও তৌরি করবেন।with kine master

Unnamed

আসসালামু আলাইকুম।আশা করি সকলে ভাল আছেন এবং ভাল থাকবেন।
আজকের টিউন হচ্ছে কিভাবে kine master দিয়ে জমজ ভিডিও বানাবেন।
চলে যাই মুল টপিকে।


আপনে এখান থেকে app টি download করেন
download link
আপনে এখন আপনার দুটি ভিডিও বানাতে হবে।
ভিডিও ২টি এমন ভাবে বানাতে হবে যেন camera যেন না নড়াচড়া করে।
screen shot follow করেন।
এভাবে ২টি চেয়ার নেন।

১মে এই চেয়ার টিতে আপনে বসেন। আবারো বলছি কোন ভাবেই যেন camera নাড়াচাড়া করে না।আর এমন ভাবে camera দরতে হবে যেন ২ টি চেয়ার ভাল ভাবে দেখা যায়।

আবার এই চেয়ার টিতে আপনাকে আবার আর একটি ভিডিও বানাতে হবে।আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন আগের ভিডিও টির সমান হয়।

এখন kine master open করে empty projected সিলেক্ট করেন

এখন মিডিয়া ব্রাউজ সিলেক্ট করেন

আপনার করা ১ম ভিডিও টি সিলেক্ট করেন

আবার লেয়ার এ ক্লিক করেন


এখন ২য় ভিডিও টি সিলেক্ট করেন

display full করে দেন

এখানে ক্লিক করেন

অন করে দেন এবং এখানে ক্লিক করেন

আপনে এখন দুই ভিডিও এর মাঝখানে টান দিয়ে মিলিয়ে নেন
এবং এখানে ক্লিক করে gallery তে save করে নেন

আজ এইখানেই শেষ করসি।মানুষ বলতেই ভুল হয়
তাই কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
সবাইকে পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন।
face book এ আমি

Exit mobile version